নিউইয়র্ক সিটির এনওয়াইপিডি পুলিশ একাডেমীতে জমকালো অনুষ্ঠানে চার বাংলাদেশী আমেরিকান কর্মকর্তার পদোন্নতি সার্টিফিকেট গ্রহণ করেন। ২৩ ফেব্রুয়ারি শুক্রবার সকালে এই জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ কমিশনার এডওয়ার্ড এ ক্যাবানের কাছ থেকে সার্টিফিকেট গ্রহন করেন সার্জেন্ট ইমরান খান এবং সার্জেন্ট তালেব হোসেন লেফটেন্যান্ট পদে উন্নীত হন। পুলিশ অফিসার ডিজেন রায় এবং পুলিশ অফিসার ফজলে তানিম সার্জেন্ট পদে পদোন্নতি পেয়েছেন।বাপা’র মিডিয়া লিয়াজন ডিটেক্টিভ জামিল সরোয়ার জানান, বর্ণিল অনুষ্ঠানে কর্মকর্তাদের পরিবার, প্রিয়জন ও স্বজনরা উপস্থিত থেকে পদোন্নতিপ্রাপ্তদের উৎসাহ দিয়েছেন। প্রিয়জনদের উপস্থিতিতে পুরো হলজুড়ে উৎসবের আমেজের আবহ তৈরী হয়েছে। এই চার জনের পদোন্নতিতে বাংলাদেশী কমিউনিটির মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস।
অন্যদিকে, বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের চারজন সদস্যের পদোন্নতিতে বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশনের প্রেসিডেন্ট সার্জেন্ট ডিটেকটিভ স্কোয়াড এরশাদুর সিদ্দিক, ভাইস প্রেসিডেন্ট ক্যাপ্টেন একেএম আলম এবং সেক্রেটারী ডিটেকটিভ রাসেকুর মালিক অভিনন্দন জানিয়েছেন। তাদের এই অর্জন বাংলাদেশী অ্যামেরিকান পুলিশ এসোসিয়েশনের প্রতিটি সদস্য উচ্ছ্বসিত বলে জানান তারা। তাদের সাফল্য পরবর্তী প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে জানান সংশ্লিষ্টরা। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাপা’র ট্রাস্টি অফিসার সোনিয়া বড়ুয়া, সার্জেন্ট লতিফ, সাবেক বাপা’র নেতৃবৃন্দ, বাপা’র সদস্য সহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পেশাজীবী মানুষ ।