যুক্তরাষ্ট্রের জ্যাকসন হাইটস এ জমজম ট্রাভেলস ইউএসএর অফিস উদ্বোধন করা হয়েছে। ৮ মার্চ শুক্রবার নিউইয়র্কের জ্যাকসন হাইটস এর বাংলাদেশ প্লাজায় দোয়া মোনাজাতের মাধ্যমে এ অফিস উদ্বোধন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জ্যাকসন হাইটস জামে মসজিদের ইমাম হেদায়েতুল ইসলাম।
১৮ বছর আগে সিরাজগঞ্জ মফস্বল শহরে জমজম ট্রাভেলস যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি বর্তমানে দুবাই ও আমেরিকাতে বাড়িয়েছেন তাদের ব্যবসায় পরিধি।
জমজম ট্রাভেলসের মার্কেটিং এক্সিকিউটিভ তাওহিদ মাহবুব মুন্না বলেন, ২০০৭ সালে দেশে জমজম ট্রাভেলস যাত্রা শুরু করে। শুরুর পর থেকে দীর্ঘ ১৮ বছর ধরে আমরা সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছি। দুবাইতে আমাদের শাখা রয়েছে। আমেরিকাতেও আমরা সেবা প্রদান শুরু করেছি।
তিনি আরও বলেন, আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে বিশেষ করে দুবাইয়ের টুরিস্ট ভিসা, রেসিডেন্স ভিসা, গোল্ডেন ভিসা, দুবাই প্যাকেজ ট্যূর, সৌদি আরবে প্যাকেজ ট্যূর, ওমরা ভিসা প্রসেসিং করা হয়ে থাকে। এছাড়ও মিশর, ভারতসহ বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং করা হয়। আমরা ভিসা, টিকেট, ট্রান্সপোর্টেশন, গাইডনেসসহ সম্পূর্ণ সেবা প্রদান করে থাকি।