মানবাধিকার সংগঠক শহিদুল ইসলাম তালুকদার আর নেই। ১৫ মার্চ শুক্রবার বিকেলে নিউইয়র্কের একটি হাসপাতালে তিনি মৃত্যুবরন করেন।(ইন্না লিল্লাহি---রাজিউন) নিউইয়র্কে বাংলাদেশি জনসমাজের কাছে ব্যাপকভাবে পরিচিত শহিদুল ইসলাম তালুকদার ছাত্রাবস্থায় বিপ্লবী ছাত্র ইউনিয়নের নেতা ছিলেন। বিশিষ্ট লেখক, কলামিস্ট, মানবধিকার কর্মী ও সাউথ এশিয়া ওয়াচ হিউম্যান রাইটস নিউইয়র্কের সেক্রেটারি জেনারেল হিসেবে তিনি নিউইয়র্কে কর্মতৎপর ছিলেন। শহিদুলের জন্মস্থান পিরোজপুরের চল্লিশা গ্রামে। মুত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। নিউইয়র্কে এমটিএ’তে কাজ করতেন বলে জানা যায়।
জানা যায়, সম্প্রতি ব্রুকলিনে তিনি গাড়ি দুর্ঘটনার শিকার হন। এর জের ধরে মাউন্টসেনাই সাউথ, নাসাউ হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। তিনি স্ত্রী ও ২ সন্তান রেখে গেছেন। ১৬ মার্চ শনিবার জোহরের নামাজের পর তার নামাজে জানাজা লং আইল্যান্ডের একটি মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
শহিদুল ইসলাম তালুকদারের মৃত্যুতে বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারন সম্পাদক ফখরুল আলম, প্রথম আলো উত্তর আমেরিকা পত্রিকার সম্পাদক ইব্রাহীম চৌধুরীসহ প্রথম আলো উত্তর আমেরিকা পরিবারের পক্ষ থেকে শোক ও সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।