বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করবো না

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেলেন প্রিসিলা

ডেস্ক রিপোর্ট
  ১৮ মার্চ ২০২৪, ১১:৫১

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেলেন সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাখ্যাতি পাওয়া প্রিসিলা। যুক্তরাষ্ট্রের অন্যতম একটি পুরস্কার এটি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছ থেকে তিনি সরাসরি এ পুরস্কার পেয়েছেন।
রোববার (১৭ মার্চ) ম্যানহাটনের একটি অডিটোরিয়ামে প্রিসিলাকে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়। তিনি এ উপহারটি তার ফলোয়ারদের উদ্দেশে উৎসর্গ করেছেন।
সামাজিক কাজের জন্য এবং নিজের পেজে সমসাময়িক লাইভ করার জন্য বিশেষ পরিচিত প্রিসিলা। পাঁচ বছরের বেশি সময় ধরে তিনি বিভিন্ন সামাজিক কাজ করছেন। কাজের স্বীকৃতিস্বরূপ এ পর্যন্ত প্রায় ১৯টি অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি।
প্রেসিডেন্টের স্বাক্ষর করা সার্টিফিকেট, একটি চিঠি এবং প্রেসিডেন্টের মনোগ্রামসহ একটি গোল্ডেন মেডেল পেয়েছেন প্রিসিলা। তিনি সাংবাদিকতা ও আইন বিষয়ে নিউইয়র্কের একটি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষের ছাত্রী।
এ সময় বিভিন্ন বিতর্কিত ভিডিও তৈরির বিষয়ে প্রিসিলা বলেন, অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ ছাড়া তার কোনো উদ্দেশ্য নেই। নিরপেক্ষভাবে আজীবন অসহায় মানুষের পাশে দাঁড়ানো ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই। কোনো দিনও তিনি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করবেন না বলেও জানান তিনি।