জালালাবাদ অ্যাসোসিয়েশনের জমকালো ইফতার মাহফিল

ডেস্ক রিপোর্ট
  ২০ মার্চ ২০২৪, ১০:৩৬

সিলেট অঞ্চলের ইতিহাস ঐতিহ্য এবং সৌহার্দ্যের সংস্কৃতিকে সর্বত্র ছড়িয়ে দিতে হবে। পবিত্র রমজান সংযম এবং আত্মশুদ্ধির শিক্ষা দিয়ে থাকে। রমযানের এ শিক্ষাকে ধারণ করে সকলকে কল্যাণের ব্রত গ্রহণ করতে হবে। বিভেদ নয়, ঐক্যকে বুকে ধারণ করে মানবতার কল্যাণে কাজ করে যাওয়াই হোক আমাদের আজকের শপথ। বৃহত্তর সিলেটবাসীর সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে নেতৃবৃন্দ এসব কথা বলেছেন। ১৭ মার্চ রোববার কুইন্সের জয়া হলে অনুষ্ঠিত এ অনুষ্ঠান ছিল সিলেটবাসী ও কমিউনিটির গণ্যমান্য প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলা। সংগঠনের সাধারণ সম্পাদক রোকন হাকিমের উপস্থাপনায় ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সভাপতি বদরুল হোসেন খান। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মাওলানা রশীদ আহমেদ। মঞ্চে ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী , জালালাবাদ এসোসিয়েশনের ট্রাস্টি বোর্ডের সদস্য বদরুন নাহার খান মিতা, সদরুন নুর, সৈয়দ নাজমুল হোসেন কুবাদ ও কাওছারুজ্জামান কয়েস, আব্দুল আলীম প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আজমল হোসেন কুনু, মইনুল হক হেলাল, আজিমুর রহমান বুরহান,মহিউদ্দীন দেওয়ান, মকবুলুর রহমান চুনুই,মোস্তফা কামাল, ফারুক চৌধুরী, ফয়জুর রহমান ফটিক, জামাল উদ্দীন, আসাদ উদ্দীন, আলতাফ চৌধুরী, মুরশেদ আহমেদ, আশরাফুল আম্বিয়া, হাসনু মিয়া,আব্দুস শহীদ, শোয়েব আহমদ, আবুল হোসেন, শফি উদ্দীন তালুকদার,রিজু মোহাম্মদ,মিজবাহ মজিদ, জুনেদ খান,আতাউর রহমান সেলিম,বিএনপি কেন্দ্রীয় নেতা জিল্লুর রহমান জিল্লু,নাজমুল হক, মিসবাহ আহমেদ, শামীম আহমেদ,মোহাম্মদ আলীম,ফয়সল আলম, মান্না মুনতাসীর, রেজাউল আলম অপু ও জামিল আনসারী।
সিলেটের ঐতিহ্যবাহী খিচুড়ি সহ দেশজ ইফতার সামগ্রী ছিল খাবারের মেনুতে। শুধু নিউইয়র্ক নয়, আশেপাশের রাজ্য থেকেও বিপুল সংখ্যক লোকজন জয়া হলের ইফতার মাহফিলে যোগ দিতে দেখা গেছে।
সংগঠনের সভাপতি বদরুল খান ইফতার মাহফিলে যোগদানের জন্য সবাইকে ধন্যবাদ জানান এবং বলেন, জালালাবাদ অ্যাসোসিয়েশন অঞ্চলবাসীর ঐক্যের প্রতীক। সাংগঠনিক সমস্ত প্রয়াস নিয়ে জালালাবাদ অ্যাসোসিয়েশন ঐক্যবদ্ধ থাকবে, সময়মতো সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হবে। জালালাবাদ অ্যাসোসিয়েশন কার্যক্রমে সকলের সক্রিয় অংশগ্রহণের জন্য তিনি আহ্বান জানান।