রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে শান্তি, সহমর্মিতা ও সংযমের চর্চা ছড়িয়ে দিতে হবে। শাহীন কামালী ও মইনুল ইসলামের নেতৃত্বাধীন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনকের ইফতার ও দোয়া মাহফিলে বক্তারা একথা বলেছেন। ১৭ মার্চ রোববার উডসাইডের গুলশান টেরেসে এ মাহফিল অনুষ্ঠিত হয়। বিপুলসংখ্যক জালালাবাদবাসী, বিভিন্ন আঞ্চলিক সংগঠন এবং বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরা এই ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণকরেন।
সংগঠনের সভাপতি শাহীন কামালীর সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক আতাউল গণি আসাদের সঞ্চালনায় ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মইনুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য দেন ইফতার মাহফিলের আহবায়ক মিজানুর রহমান চৌধুরী শেফাজ এবং সমন্বয়কারী দুরুদ মিয়া রনেল। ইফতার মাহফিলে বক্তারা ধর্মীয় এবং সামাজিক সমস্যার সমাধানে একত্রিত হয়ে এবং আল্লাহর পথে আরও নিষ্ঠার সাথে চলার প্রতি অঙ্গীকার জানানো হয়।
ইফতার মাহফিলে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ইমাম কাজী কায়্যুম। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাইফুল ইসলাম সিদ্দিকী। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম আজিজ ও ট্রাস্টি বোর্ডের সদস্য আব্দুল হাসিম হাসনু, শিল্পপতি জহিরুল ইসলাম, বিয়ানীবাজার সমিতির সভাপতি মো. আব্দুল মান্নান, ফজলুর রহমান, ইয়ামীন চৌধুরী, ড. জুন্নুন চৌধুরী, দেওয়ান শাহেদ চৌধুরী, আব্দুল মালেক খান লায়েক, রিয়াজ কামরান, আজিজুর রহমান সাবু, পংকি মিয়া, আনোয়ার চৌধুরী পারেক, মাওলানা ইমাম কাজী কায়্যুম, বোরহান উদ্দিন কপিল, আমিনুল ইসলাম চুন্নু, শাহ মিজান, মাওলানা শিহাব আহমেদ, বেলাল চৌধুরী, আতিকুল ইসলাম জাকির, মোহাম্মদ তুলন, এনায়েত হোসেন জালাল, মখন মিয়া, আব্দুল বাছিত, জামিল আহমদ, আব্দুল ছালাম, শাহাব উদ্দিন, মনির আহমদ, সৈয়দ লোকমান, রোমানা আহমদ, নজরুল ইসলাম, আব্দুল হান্নান দুখু, আবু তালহা, নুরুল ইসলাম, বদরুল উদ্দিন, মাওলানা সাইফুল সিদ্দকী, আব্দুল করিম, গৌছ খান, আবুল খায়ের মজনু, মনসুর চৌধুরী, বাবু খান, হুমায়ূন চৌধুরী, গিয়াস উদ্দিন, রাসেল কবির রহমান, এমরান আলী টিপু, মোবাশ্বের হোসেন চৌধুরী, হাসিব চৌধুরী, হাসনাত তালুকদার, আশফাক তরফদার, হেলাল তরফদার, মনজুরুল হক, মাহি মিয়া, মোতালিব রাজা, শাহীন আজমল প্রমুখ।