কমিউনিটি অপ:এড-এ মেয়র এরিক অ্যাডামস্

মানবসেবা কর্মীদের ন্যায্য বেতন নিশ্চিত করতে হবে

ডেস্ক রিপোর্ট
  ২৩ মার্চ ২০২৪, ১৩:১৯

নিউইয়র্ক শহরের প্রায় ৮০ হাজার অলাভজনক কর্মীদের জন্য ন্যায়সঙ্গত বেতন প্রদানের জন্য মেয়র এরিক অ্যাডামস্ $৭৪১ মিলিয়ন বিনিয়োগ করবেন। বৃহস্পতিবার মার্চ ২১, কমিউনিটি অপ:এড-এ তিনি এ ঘোষণা দেন। এতে করে শহরের মানবসেবা কর্মীদের প্রাপ্য বেতন আগামী তিন বছরে ৯.২৭ শতাংশ পর্যন্ত বৃদ্ধি হবে। 
মেয়রের দায়িত্ব নেবার পর থেকেই অ্যাডামস্ প্রশাসন জননিরাপত্তা রক্ষা, অর্থনীতির পুনরুদ্ধার এবং নিউ ইয়র্কবাসীর জীবনযাত্রার মান উন্নত করে শহরটিকে আরো বসবাসযোগ্য করে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। কিন্তু শহরের মানবসেবা কর্মীদের বেতন বাড়েনি বরং বহুদিন ধরে তাদের জীবনযাত্রা ক্রমবর্ধমান ব্যয়ের পিছনে পড়ে আছে। তাই গত সপ্তাহে শ্রমিক-শ্রেণির নিউ ইয়র্কবাসীদের হাতে অর্থ ফেরত দেওয়ার জন্য অ্যাডামস্ প্রশাসন এই পদক্ষেপ নেয়। 
অ্যাডামস্ বলেন, 'আমি শিশু অবস্থায় পরিবার নিয়ে গৃহহীনতার প্রান্তে বাস করেছি। আমাদের অ্যাপার্টমেন্ট থেকে উচ্ছেদ করা হলে, আমার পাঁচ ভাইবোন এবং আমি অসহায় হয়ে পড়ি। আমাদের জামাকাপড়গুলি তখন কালো ট্র্যাশ ব্যাগে ঢুকিয়ে স্কুলে নিয়ে যেতাম। সেই আমি আজ নিউইয়র্ক সিটির মেয়র। এটা সম্ভব হয়েছে মানবসেবা কর্মীদের জন্য। তারা আমার পরিবারের দুঃসময়ে পাশে ছিলেন, সাহায্য করেছিলেন। মেয়র হিসাবে এই শ্রমিকদের পক্ষে দাঁড়ানো কেবল আমার পেশাগত উদ্বেগ নয়; এটা ব্যক্তিগত অনুভূতি ও দায়িত্ব। তারা কেবল আমার পরিবারকেই সাহায্য করেননি, মহামারী চলাকালীন মানবসেবা কর্মীরা আমাদের সবার প্রয়োজনে পাশে থেকেছেন। তারা স্বাস্থ্য ঝুঁকি নিয়ে নিউ ইয়র্কবাসীদের সাথে কাজ করেছেন। আজও তারা শহরের জনগনের জন্য মানসিক স্বাস্থ্যসেবা পেতে সাহায্য করছে। আমাদের গৃহহীন ভাই-বোনদের আবাসনের সাথে সংযুক্ত হতে সাহায্য করছে, পাঁচটি বরো জুড়ে কমিউনিটি সেন্টার চালাচ্ছে এবং আশ্রয়প্রার্থীদের দেখাশোনা করছে। তাদের সেবার শেষ নেই, দিনরাত তারা শারীরিক মানসিক ক্লান্তি নিয়েও আমাদের সেবা দিয়ে যাচ্ছে। তারা নিউ ইয়র্কবাসীদের ভালোবাসা, উদারতা, মানবতা, সহমর্মিতা, প্রতিশ্রুতির সববটুকু দিচ্ছে। আমরা তাদের কাছে ঋণী।'
নিউ ইয়র্কবাসীদের সেবায় জীবন উৎসর্গ করাদের ন্যায্য বেতন ও মূল্য, নিশ্চিত করা উচিত বলে মনে করেন অ্যাডামস্। তিনি বলেন, 'এই সেক্টরের জন্য করা নতুন বিনিয়োগ এবং অতীতের মজুরি বৃদ্ধির কারণে আমরা এখন মানবসেবা কর্মীদের বেতন বাড়াতে $১.৪ বিলিয়ন বিনিয়োগ করেছি। এভাবেই আমরা সমতা তৈরি করি এবং কর্মীদের তাদের প্রাপ্য সমর্থন দেই।'
অ্যাডামস্ প্রশাসনের বিনিয়োগের এই ঘোষণাটি কেবল মানবসেবা কর্মীদের কঠোর পরিশ্রমের জন্য ন্যায্য বেতন  নিশ্চিত করে না, বরং তারা কীভাবে আরও অর্থ ফেরত পেতে পারে সে উপায়ও দেখায়। এছাড়াও অ্যাডামস্ নিউইয়র্ক সিটির 'আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট' উন্নত করতে আলবানির আইনপ্রণেতাদের সাথে সহযোগিতা করে প্রচারাভিযানের প্রতিশ্রুতি পূরণ করেছেন যা ৮ লাখ-এর বেশি পরিবারকে সাহায্য করবে এবং শহরের সামাজিক নিরাপত্তাকে শক্তিশালী করবে৷ পরিবারগুলি মুদি, ভাড়া এবং অন্যান্য খরচের জন্য অর্থ ব্যবহার করতে পারবে। 
অ্যাজামস্ বলেন  'আমরা আমাদের বহু বিলিয়ন ডলারের শিশু যত্ন কর্মসূচির অংশ হিসাবে ২০২২ সালে লোকদের সাশ্রয়ী মূল্যের শিশুযত্ন খুঁজে পেতে সহায়তা করছি৷ একটি পরিবার যারা বছরে ৫৫ হাজার রোজগার করে, তারা শিশুযত্নের জন্য সপ্তাহে ৫৫ ডলার প্রদান করত। আজ, তারা মাত্র ৪.৮০ ডলার প্রদান করছে। ক্যারিয়ার এবং তাদের সন্তানদের লালনপালনের মধ্যে পিতামাতার সিদ্ধান্ত নেওয়ার আর প্রয়োজন নেই।'
তিনি যুক্ত করেন, 'আমি একজন ভিন্ন বর্ণের মেয়র হতে পেরে গর্বিত। ন্যায্য বেতন প্রদানের মাধ্যমে আমরা সবার জন্য ন্যায্য ও ন্যায়সঙ্গত একটি শহর তৈরি করতে চেষ্টা করছি। নিশ্চিত করছি যেন নিউ ইয়র্ক সিটি শুধুমাত্র বসবাসের জন্য বিশ্বের সেরা শহর না হয়ে, বরং কাজ ও বসবাসের জন্যও একটি সর্বশ্রেষ্ঠ স্থান হয়ে উঠে।'