নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার পার্টিতে ব্যারিস্টার সুমন

এমপি হওয়া মানে মাল বানানো নয় 

ডেস্ক রিপোর্ট
  ২৭ মার্চ ২০২৪, ১২:০১

নিউইয়র্কে সফররত হবিগঞ্জ-৪ আসনের সাংসদ ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপি বলেছেন আমি সাড়ে নয় লাখ টাকা পুজি নিয়ে নির্বাচনে নেমেছিলাম আর এমপি হয়ে দুই মাসে ঊনত্রিশ কোটি টাকা বরাদ্দ পেয়েছি। এমপি হওয়া মানে কিন্তু মাল বানানোর বিষয় নয় মানুষের কল্যান করা।তিনি বলেন আমি প্রবাসীদের জন্য জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর সামনে বার বার দাবী দাওয়া গুলো তুলেধরব। তিনি গত ২৫শে মার্চ সোমবার নিউইয়র্কের ব্রঙ্কসের আলআকসা রেস্টুরেন্ট মিলনায়তনে বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের ইফতার পাটীতে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
সংগঠনের সভাপতি সামাদ মিয়া জাকারিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইমরান আলী টিপুর পরিচালনায় অতিথি ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব হাসান আলী, আব্দুর রব দলা মিয়া।অনুষ্ঠানে বিশিষ্ট সাংবাদিক শেখ শফিকুর রহমান, কবি আবু তাহের চৌধুরী, আব্দুল হাসিব হাসনু, এম ইসলাম মামুন, কাজী রবিউজ্জামান,বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম প্রমূখ।ইফতারের মুনাজাত করেন বাংলাবাজার মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ ইয়াহিয়া। সংগঠনের সাধারন সম্পাদক ইমরান আলী টিপু ও কোষাধক্ষ মোঃ বসির মিয়া জানান বাংলাদেশের বিগত বন্যায় সংগঠনের পক্ষ থেকে প্রায় দশ লক্ষাধীক টাকার ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে।