ফ্রাংকলিন টাউনশীপের সম্মাননা পেলেন ব্যারিস্টার সুমন 

ডেস্ক রিপোর্ট্
  ০৫ এপ্রিল ২০২৪, ১১:৫৯

যুক্তরাষ্ট্র সফররত ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপিকে নিউজার্সির ফ্রাঙ্কলিন টাউনশীপের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়েছে। ৩ এপ্রিল কাউন্সিলওম্যান শিফা উদ্দিন আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা স্বারক হস্তান্তর করেন।
অনারম্ভর হস্তান্তর অনুষ্ঠানে শিফা উদ্দিন তাঁর মন্তব্যে বলেছেন, সাহসী কণ্ঠস্বর দিয়ে ব্যারিস্টার সুমন সারা বিশ্বের মানুষের কাছে কন্ঠহীনদের কণ্ঠস্বর হয়ে উঠেছেন। মানুষের পাশে নিঃস্বার্থভাবে দাঁড়ানোর এ মহান কাজের জন্য তাঁকে এ সম্মাননা জানানো হচ্ছে। সম্মাননা গ্রহণ করে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, তিনি এ সম্মাননা গ্রহণ করছেন কৃতজ্ঞচিত্তে। একই সাথে স্মরণ করে দেশের বাইরে অবস্থান করেও শিফা উদ্দিনের মতো আমেরিকান বাংলাদেশি প্রজন্ম নিজের দেশকে ভুলে যাননি।  সম্মাননা হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলো উত্তর আমেরিকা সম্পাদক ইব্রাহীম চৌধুরী, কমিউনিটি সংগঠক মোহাম্মদ এন মজুমদার, আব্দুল হাই, আবু সলমান চৌধুরী প্রমুখ।