ডেমোক্র্যাটিক কনভেনশন মনজুর চৌধুরী ডেলিগেট নির্বাচিত

ডেস্ক রিপোর্ট
  ১২ এপ্রিল ২০২৪, ১৯:৪৯

ডেমোক্র্যাটিক কনভেনশন মনজুর চৌধুরী ডেলিগেট নির্বাচিত নিউইয়র্ক : ব্রঙ্কসের একটি ইফতার ডিনারে কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ, ন্যাশনাল ডেমোক্রেটিক কনভেনশন ডেলিগেট হিসাবে ডিস্ট্রিক্ট ১৩ থেকে নির্বাচিত মনজুর চৌধুরী জগলুলসহ মূলধারার রাজনীতিবিদরা।
নিউইয়র্ক স্টেটের প্রেসিডেন্সিয়াল প্রাইমারি নির্বাচনে ডেমোক্র্যাটিক কনভেনশনাল ডেলিগেট নির্বাচিত হয়েছেন বাংলাদেশি আমেরিকান মনজুর চৌধুরী জগলুল। তিনি কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট-১৩ থেকে ৯ হাজার ৯৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিউইয়র্ক স্টেট থেকে বাংলাদেশি আমেরিকানদের মধ্যে মনজুর চৌধুরী আগামী আগস্ট মাসে অনুষ্ঠিতব্য ডেমোক্র্যাটিক কনভেনশনে শিকাগোতে যোগদান করবেন। বাংলাদেশি কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ মনজুর চৌধুরী জগলুল। তিনি জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনকের সাবেক সহসভাপতি এবং ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন অব মৌলভীবাজারের সাধারণ সম্পাদক। এ ছাড়া তিনি ইকনা রিলিফ ফান্ডসহ অসংখ্য সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। ডেমোক্র্যাটিক কনভেনশনাল ডেলিগেট নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশি কমিউনিটির নেতারা।