চলে গেলেন ওসমানীপ্রেমী বীর মুক্তিযুদ্ধা নাজমুল ইসলাম চৌধুরী 

ডেস্ক রিপোর্ট
  ১৭ এপ্রিল ২০২৪, ১২:১২

বঙ্গবীর ওসমানীর আদর্শের একান্ত অনুসারী, যুক্তরাষ্ট্র ওসমানী স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, বীর মুক্তিযুদ্ধা আলহাজ্ব নাজমুল ইসলাম চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি অয়া ইন্না ইলাইহি রাজিউন।
 দীর্ঘ রোগ ভোগের পর ৭৬ বৎসর বয়সে ১৫ এপ্রিল সোমবার ভোরে নিউইয়র্কের একটি হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। সিলেটের বিয়ানীবাজারের কাকরদি গ্রামে জন্ম গ্রহনকারী নাজমুল চৌধুরী মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ বিপূল সংখ্যক আত্মিয়স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। সোমবারই এশার নামাজের পর ওজনপার্কের আল আমান মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জনাজায় বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ কেন্দ্রিয় কমিটির প্রতিষ্ঠাতা মহাসচিব এডভোকেট শেখ আখতার উল ইসলাম, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি মহি উদ্দিন, শেখ আতিক উল ইসলাম, সম্পাদক আলী আজমল শাহীন, যুক্তরাষ্ট্র প্রগেসিভ ফোরামের সহসভাপতি জাকির হোসেন বাচ্চু, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, এমসিকলেজ এলামনাই এসোসিয়েশনের সাবেক সভাপতি বেলাল উদ্দিন, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি বদরুল খান, সাবেক সম্পাদক মিজানুর রহমান শেফাজ সহ কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তি বর্গ, বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ সহ বিপূল সংখ্যক মানুষ জানাজায় অংশ গ্রহণ করেন। ওয়াশিংটন মোমোরিয়াল গোরস্তানে তাকে দাফন করার কথা জানানো হয়েছে।