আড়ম্বরপূর্ণ আয়োজনে বর্ষবরণ করেছে ড্রামা সার্কল

ডেস্ক রিপোর্ট
  ১৯ এপ্রিল ২০২৪, ১১:৪২

প্রতি বছরের ধারাবাহিকতায় এবারো বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে নিউইয়র্কের ঐতিহ্যবাহী সংগঠন ড্রামা সার্কল আয়োজন করে বাংলা বর্ষবরণের অনুষ্ঠান। গত ৩০ বছর ধরে নিউইয়র্কে সংগঠনটি পহেলা বৈশাখের দিনটিতেই বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে আসছে। পেন্ডেমিকের সময় এবং রমজানের সময়টা বাদ দিয়ে বরাবরই এই ধারাবাহিকতাটা বজায় রেখে এসেছে ড্রামা সার্কল, নিউইয়র্ক।
১৪ এপ্রিল পহেলা বৈশাখের দিন বিকেল থেকেই মানুষের ঢল নামে অনুষ্ঠানস্থল উডসাইডের গুলশান ট্যারেসে। নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি পান্তা ইলিশ ভোজে আপ্যায়ন করা হয় সকলকে, মুলমন্চে ধারাবাহিকভাবে পরিবেশিত হয় নানান অনুষ্ঠান। সংগীত, নৃত্য, আবৃত্তিতে অংশগ্রহন করেন নিউইয়র্ক এর বেশ ক’জন গুনী শিল্পী এবং বিভিন্ন সংগঠন।


অনুষ্ঠানের বিভিন্ন পর্বে নৃত্য অংশগ্রহন করে প্রিয়া ড্যান্স একাডেমী, নীলা ড্যান্স একাডেমী, অন্তরা সাহা ড্যান্স ট্রুপ ও নীলা জেরীন।আবৃত্তি করেন ফারুক আজম, সংগীত পরিবেশন করেন শাহ মাহবুব, সজল রায়, কান্তা আলমগীর, শাহরিন সুলতানা, আলেয়া ফেরদৌসী, হোসেইন জব্বার শৈবাল ও করিম হাওলাদার।তবলায় ছিলেন তপন মোদক ও ঢোলে শফিক ঢুলি।সন্চালনা করেন আদিবা জহির।সাউন্ডে ছিলেন তানভির শাহীন।
অনুষ্ঠানস্থলে সকলেই এসেছিলেন রং বেরং এর বৈশাখী সাজে, অনুষ্ঠানের এক পর্যায়ে সেরা বৈশাখী সাজের জন্য পুরস্কৃত করা হয় কয়েকজনকে। বৈশাখী সাজের সেরা পুরস্কার তুলে দেয়া হয় চারজন নারী দর্শকের মাঝে, এই পর্বটির বিচারক ছিলেন মডেল অভিনেত্রী মোনালিসা ও মিলা হোসেইন।পুরস্কার গুলো রুনিস ডিজায়ার ও মীনা ফুডস এর সৌজন্যে প্রদান করা হয়, পুরস্কার গুলো বিজয়ীদের হাতে তুলে দেন রুনিস ডিজায়ার এর রোজিনা আহমেদ রুনি এবং মীনা ফুডস এর রিফাতি ফারুক।ড্রামা সার্কল এর সকলের শাড়ী ও পান্জাবী ডিজাইন এবং সরবরাহ করেছে ফ্যাশনিস্তার রুমি মুস্তফা।
পান্তা ইলিশ ভোজ পর্বটি উদ্ধোধন করেন ফার্মাসিস্ট মোসতাক আহমেদ। সংগঠনের সভাপতি আবীর আলমগীরের সন্চালনায় শুরুতেই স্বাগত শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠন এর  প্রতিষ্ঠাকালীন সভাপতি নার্গিস আহমেদ, তারপর অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন ড্রামা সার্কল এর উপদেষ্টা ডঃ দেলোয়ার হোসেন, প্রবীন সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, প্রবীন সাংবাদিক মন্জুর আহমদ, সাপ্তাহিক পরিচয় এর সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক নিউইয়র্ক সময় সম্পাদক জাকারিয়া মাসুদ, আইবি টিভির চেয়ারম্যান মিলা হোসেইন, সাপ্তাহিক নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর, জেট ডিরেক্ট মর্টগেজ এর জান ফাহিম, উৎসব গ্রুপের রায়হান জামান, টাউন এমডি গ্রুপের রাহাত মুক্তাদির ও সোনিয়া লাসমিন লাবনী, বারী গ্রুপের আসেফ বারী টুটুল ও মুনমুন হাসিনা, মীনা ফুডস এর মেহবুব কোয়েল ও রিফাতি ফারুক, এফএমএস গ্রুপের হোসেইন জব্বার শৈবাল ও সায়মা, আশা হোমকেয়ার আকাশ রহমান ও মিসেস আকাশ, ইমিগ্রেন্ট এলডার হোম কেয়ার এর শামসুন্নাহার নিম্মি, রিয়েল এস্টেট ইনভেস্টর মর্তুজা কামাল সিদ্দিকী এবং বাংলাদেশ সোসাইটি নিউইয়র্ক এর সভাপতি আব্দুর রব মিয়া।
অনুষ্ঠানের টাইটেল স্পনসর ছিলো উৎসব গ্রুপ, টাউন এমডি মেডিকেল এবং বারী গ্রুপ।স্পনসর হিসেবে সহযোগিতা করেছে এফএমএস গ্রুপ, জেট ডিরেক্ট মর্টগেজ, আশা হোম কেয়ার, বাংলা ট্রাভেলস জ্যাকসন হাইটস, মীনা ফুডস, রিয়েল এস্টেট ইনভেস্টর মর্তুজা কামাল সিদ্দিকী এবং এ্যাটর্নি মঈন চৌধুরী।