দেশে না হলেও নিউইয়র্কে বিএনপি বেশ গা ঝাড়া দিয়ে উঠেছে। স্টেট ও মহানগর বিএনপির কমিটি গঠন নিয়ে নির্বাচন জমে উঠেছে। এই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে বিএনপির কমিটি গঠনে কাউন্সিলেরদের গোপন ব্যালটে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্দেশে নিউইয়র্ক স্টেট, নিউইয়র্ক সিটি উত্তর ও দক্ষিন বিএনপির কমিটি গঠিত হচ্ছে।
প্রায় ১ বছর আগে এই তিনটি শাখায় আহবায়ক কমিটি গঠিত হয়েছিল। এবার নির্বাচনের মাধ্যমে কমিটি গঠিত হবে। তিনটি নির্বাচন কমিশন পৃথক পৃথকভাবে নির্বাচন সম্পন্ন করবে। আগামী ২১ এপ্রিল রোববার এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৭ মার্চ বুধবার ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। নির্বাচনকে সামনে রেখে বিএনপির নেতাকর্মিদের ঘুম হারাম। প্রতিদিন জ্যাকসন হাইটস, ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ডস ও ব্রংকসের পার্কচেষ্টারে প্রার্থীদের আনাগোনা। বিভিন্ন চায়ের টেবিলে ভোটের ঝড় বইছে। যুক্তরাষ্ট্রে অবস্থানরত কেন্দ্রীয় ৫ নেতা বেবি নাজনীন, গিয়াস আহমেদ, মিল্টন ভূঁইয়া, জিল্লুর রহমান জিল্লু,ও আব্দুল লতিফ সম্রাটের আশীর্বাদ পাওয়ার জন্য প্রার্থীরা ঘনঘন বৈঠক করছেন।
নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি পদে লড়ছেন মাওলানা অলিউল্লাহ আতিকুল্লাহ (বর্তমান আহবায়ক), রিয়াজ মাহমুদ ও আনোয়ার হোসেন। সাধারন সম্পাদকে দাাঁড়িয়েছেন সাইদুর রহমান সাইয়িদ ও মোতাহার হোসেন।স্টেট কমিটি গঠনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন কাওসার আহমেদ,আমিনুল ইসলাম চৌধুরী,নীরা রাব্বানী ও মাহবুবুর রহমান। জ্যাকসন হাইটসের স্থানীয় একটি রেষ্টুরেন্টে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট কাউন্সিলরের সংখ্যা ৪১ জন।
বিএনপি নিউইয়র্ক সিটি/মহানগর উত্তরে সভাপতি হিসেবে দাঁড়িয়েছেন আহবাব চৌধুরী খোকন ও ইমরান শাহরন। সাধারন সম্পাদক পদে রয়েছেন ফয়েজ ছৌধুরী, সৈয়দ গউস ও কামরুল ইসলাম। ব্রংকসের পার্কচেষ্টারে অনুষ্ঠিত এ নির্বাচনে ৪১ জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করবেন।নির্বাচন কমিশনে রয়েছেন নুরুল আমিন পলাশ। নিউইয়র্ক সিটি দক্ষিনে সভাপতি হিসেবে লড়ছেন সেলিম রেজা ও খলকুর রহমান। সাধারন সম্পাদকে প্রার্থী হয়েছেন বদিউল আলম ও সাইদুর রহমান ডিউক। জ্যাকসন হাইটসে অনুীষ্ঠত এ নির্বাচনেও ৪১ জন কাউন্সিলর ভোট দিয়ে নেতৃত্ব নির্বাচন করবেন। এখানে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন এমলাক হোসেন ফয়সল।