মিশিগান প্রবাসী মুহাম্মদ আবদুর রহমানের ইন্তেকাল

ডেস্ক রিপোর্ট
  ২২ এপ্রিল ২০২৪, ১২:৩৬

মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট প্রবাসী  হবিগঞ্জের কৃতি সন্তান, দৈনিক বাংলা পত্রিকার হবিগঞ্জের প্রাক্তন ব্যুরো  চীফ রিপোর্টার, হবিগঞ্জ বৃন্দাবন কলেজ ছাত্রসংসদের প্রাক্তন সহ-সভাপতি ও রাজপথ কাঁপানো তুখোড় ছাত্রনেতা, অবসরপ্রাপ্ত রেঞ্জার, মোহাম্মদ আব্দুর রহমান(৭২) স্থানীয় সময় ২০ এপ্রিল রাত ৮টায়  মিশিগানের ডেট্রয়েটস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃতুকালে তিনি স্ত্রী, দুই কন্যাসহ দেশ-বিদেশ ও প্রবাসে অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। 
উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে তিনি কিডনি ও হৃদরোগ জনিত কারণে মিশিগানের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সুস্থ হয়ে বাসায় ফিরেও এসেছিলেন। স্বপরিবারে দেশে যাবার টিকেটও করেছিলেন। কিন্তু  বাংলাদেশ দেখা হলো না, উনার সে সাধটা অপূরণই রয়ে গেল। তার আত্মার মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন পরিবার স্বজন।
মুহাম্মদ আবদুর রহমান মিশিগান বাঙালি কমিউনিটিতে নোটারি পাবলিক ও ইমিগ্র্যাশন স্পেশালিস্ট নামে পরিচিত ছিলেন।