ডেস্ক রিপোর্ট
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত দুর্বৃত্তকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
মরদেহ হস্তান্তরের পর মঙ্গলবার (৩০ এপ্রিল) স্থানীয় সময় সকালে বাফেলো মুসলিম সেন্টারে আবু সালেহ ইউসূফের জানাজা অনুষ্ঠিত হয়। এসময় প্রচুর সংখ্যক মানুষ জানাজায় উপস্থিত ছিলেন। পরে তাকে সেখানকার সবচেয়ে পুরোনো কবরস্থানে দাফন করা হয়।
এ ছাড়া নিহত বাবুল মিয়ার মরদেহ মেরিল্যান্ড অঙ্গরাজ্যে নেয়া হয়েছে। সেখানেই তাকে দাফন করা হবে বলে জানা গেছে।
এদিকে, দুই বাংলাদেশিকে হত্যার ঘটনার সাথে জড়িত ৩১ বছর বয়সী দুর্বৃত্ত ডেল কামিংসকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। অবৈধ অস্ত্র রাখার দায়ে তার বিরুদ্ধে সেকেন্ড ডিগ্রি চার্জ গঠন করা হয়েছে। নিহতের পরিবারসহ যুক্তরাষ্ট্রের প্রবাসী কমিউনিটি অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন।
শনিবার (২৭ এপ্রিল) নিউইয়র্কের বাফেলোতে বন্দুকধারীদের গুলিতে নিহত হন দুই বাংলাদেশি নিহত হন। এই হত্যার প্রতিবাদে রোববার স্থানীয় সময় দুপুরে হাজারো মানুষ বৃষ্টি উপেক্ষা করে জড়ো হন বাফেলো মুসলিম সেন্টারে। বিক্ষুব্ধ প্রবাসীরা সড়ক অবরোধ করে প্রতিবাদ জানাতে থাকেন।
এ সময় স্থানীয় বাফেলো শহরের মেয়র বায়রন ব্রাউন ও পুলিশ কমিশনার জোসেফ গ্রামাগলিয়া জনতার তোপের মুখে পড়েন। এক পর্যায়ে তারা প্রতিবাদ সমাবেশ ত্যাগ করতে বাধ্য হন