মমতাজ বেগমকে ফ্রাঙ্কলিন টাউনশীপ সম্মাননা

ডেস্ক রিপোর্ট
  ০৪ মে ২০২৪, ১২:৪৮

যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশের প্রখ্যাত শিল্পী এবং সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে নিউজার্সির ফ্রাঙ্কলিন টাউনশিপের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়েছে। ২ মে বৃহস্পতিবার সম্মাননাপত্রটি হস্তান্তর করেছেন নিউজার্সির একমাত্র নির্বাচিত বাংলাদেশি আমেরিকান নারী কাউন্সিলওম্যান শিফা উদ্দিন। 
এ নিয়ে নিউইয়র্কে একটি অনাড়ম্বর হস্তান্তর অনুষ্ঠানে কাউন্সিলওম্যান শিফা উদ্দিন বলেছেন, কেবল সঙ্গীতের মাধ্যমে আমেরিকায় থাকা নতুন প্রজন্মের বাংলাদেশিদের সাথে এ মহান শিল্পী কার্যকর সংযোগ সৃষ্টি করতে পেরেছেন। সুফিবাদ এবং মরমীয় ভাবাদর্শের পরিবার থেকে আসা শিফা উদ্দিন বলেছেন, মমতাজ বেগমের তার মতো এ প্রজন্মের অসংখ্য মানুষকে অনুপ্রাণিত করেছে। এর মাধ্যমে বাংলা সংস্কৃতি এবং বাঙ্গালিত্ব ছড়িয়ে পড়েছে দেশের সীমানা পেরিয়ে। 
সম্মাননা পেয়ে শিল্পী মতাজ বলেন, মানুষের ভালোবাসার চেয়ে বড় কোন প্রাপ্তি নেই। তিনি স্মরণ করলেন নিউইয়র্কের টাইম স্কয়ারে সঙ্গীত পরিবেশনের সময় কর্তৃপক্ষ নিজে থেকেই সময় বাড়িয়ে দিয়ে তাঁকে সম্মান জানিয়েছে। নিউজার্সির একজন জনপ্রতিনিধি এবং নগর সরকারের প্রতিনিধি নিজের উদ্যোগে এ সম্মান জানানোকে তিনি ভালোবাসার প্রাপ্তি বলে উল্লেখ করেন। মমতাজ বলেন, তিনি দেশের মাটি ও মানুষের গান গেয়েছেন সারা জীবন। অর্জিত প্রতিটি সম্মাননা দেশের মানুষের জন্য উৎসর্গ করার কথা তিনি উল্লেখ করেন। 
সম্মাননা প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম আলো উত্তর আমেরিকা সম্পাদক ইব্রাহীম চৌধুরী,বায়োস্কোপ ফিল্মসের রাজ হামিদ, এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের প্রেসিডেন্ট বিশ্বজিত সাহা, সাধারণ সম্পাদক তোফাজ্জল লিটন, প্রধান সমন্বয়কারী শিবলী সাদেক, সমন্বয়কারী নিরুপমা আচার্য্য, আব্দুল হাই প্রমুখ। 
উত্তর আমেরিকায় বাংলা সিনেমার পরিবেশক বায়স্কোপ ফিল্মের কর্ণধার রাজ হামিদ বলেছেন, মমতাজের নামে বাংলাদেশে স্টেডিয়াম ভর্তি লোক হয়। সময়কে নাড়িয়ে দেয়া এ শিল্পী মাটি ও মানুষের গান গেয়ে বাংলাদেশের মানুষের মন জয় করেছেন। 
ইব্রাহীম চৌধুরী বলেছেন, আমেরিকার অভিবাসী পরিবারে জন্ম নেয়া একজন জনপ্রতিনিধি শিল্পী মমতাজের সঙ্গীতের মাধ্যমে নিজের দেশের সাথে তাঁর সংযোগ খোঁজে পেতে দেখে তিনি আপ্লুত। 

উল্লেখ্য,এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের আমন্ত্রণে শিল্পী মমতাজ টাইম স্কয়ারে পহেলা বৈশাখ উদযাপনের জন্য যুক্তরাষ্ট্রে আগমন করেছেন। নিউইয়র্ক সহ আমেরিকার বিভিন্ন এলাকায় তিনি বেশ কয়েকটি সফল কনসার্টে সঙ্গীত পরিবেশন করছেন। সর্বত্রই উপচে পড়া প্রবাসীরা এ শিল্পীকে ভালোবাসা জানাতে দেখা গেছে।