বাংলা প্রেস ক্লাব অব মিশিগান ইউএসএ'এর মিলন মেলা

ডেস্ক রিপোর্ট
  ১৪ মে ২০২৪, ১২:৩০

বাংলা প্রেস ক্লাব অব মিশিগান ইউএসএ'এর উদ্যোগে ১২ মে রোববার ওয়ারেন সিটির হলমিচ পার্কে সংগঠনের সদস্যদের এক মিলন মেলার আয়োজন করা হয়েছিল, এতে সারা দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ছিল। শুরুতে আড্ডা, সবাই মিলে রান্না, খাওয়া দাওয়া, ফটো সেশান, গান। লোকগীতি পরিবেশন করেন শর্মিলা দেব, হারান সেন ও মাহমুদুল হক। কৌতুক পরিবেশন করেন কবি ও লেখক ইশতিয়াক আহমেদ রুপু। অনুষ্ঠানের শেষ পর্বে মায়েদের উদ্দেশ্যে কেক কাটা হয়। মা'কে নিয়ে সঙ্গীত পরিবেশন করেন শর্মিলা দেব। মা দিবস উপলক্ষ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কবি ও লেখক ইশতিয়াক আহমেদ রুপু, সংগঠনের সভাপতি হেলাল উদ্দিন রানা, সম্পাদক ইকবাল ফেরদৌস প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের  সহসভাপতি  সাংবাদিক পার্থ সারথী দেব, শফিক রহমান, জুয়েল খান, ফয়ছল আহমদ মুন্না, মাহমুদুল হক, ফারজানা চৌধুরী, হারান সেন, সঞ্জয় দেব, শর্মিলা দেব এবং কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান তানিয়া আক্তার লিমা প্রমুখ।