১৩ মে মঙলবার বিকাল সাড়ে ৬টায় সিটিলাইন-ওজনপার্ক বিজনেস এসোসিয়েশন এর এক জরুরী সভা ডিএইচ হোমকেয়ার এর ওজনপার্স্হ অফিসে অনুষ্টিত হয় । এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আবদূন নূর এর সভাপতিত্বে অনুষ্টিত সভা সাধারন সম্পাদক খায়রুল ইসলাম খোকনের পরিচালনায় অনুষ্টিত হয় ।সভায় সম্প্রতি জারা ফ্যশনে ডাকাতির ঘটনায় তীব্র নিন্দা ও দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবী জানানো হয় । বক্তাগন সম্প্রতিকালে ওজন পার্ক শহরে বেশ কিছু ছিনতাই এর ফলে জনমনে অসন্তোষ ও ক্ষোভের সন্চার হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন । সভায় অত্র এলাকায় আইনশৃংখলা পরিস্হিতি স্বাভাবিক রাখার স্বার্থে পুলিশের টহল বৃদ্ধি সহ আরো সিসি ক্যামেরা স্হাপনের আহ্বান জানান ।সভায় আগামী শুক্রবার ১৭ মে ২০২৪ বাদ জুমা শান্তির জন্য পাবলিক রেলি স্হানীয় আল আমান মসজিদ হতে শুরু করে বাংলাদেশ প্লাজা,৭৫ স্টিট ওজনপার্কে নিউইয়র্ক ১১৪১৬ এ প্রতিবাদ সভায় মিলিত হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় । সভা ও রেলীকে সফল করে তোলার জন্য দল মত নির্বিশেষে সকলের উপস্হিতি ও সহযোগীতা কামনা করা হয় ।
সভায় উপস্হিত ছিলেন কমিউনিটি একটিভিষ্ট আবদুর রহিম হাওলাদার , বুরহান উদ্দিন কফিল ,নজরুল ইসলাম,আনোয়ার হোসেন খান, আবদুল মতিন সংগঠনের সহ সভাপতি কৃষ্না আগরওয়াল, এ এস এম মাইনউদ্দিন পিন্টু, সদস্য আবদুল বাছিত কুনু,সোহেল জামান,শরিফ উদ্দিন , গুলজার আলী,শামসুল ইসলাম,তফাজ্জুল হোসেন,রাজু আহমদ,আশরাফ শিকদার,এনায়েত আলী, সাইয়েদ হাসান , Deniel Hill, প্রমুখ।