নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশ-এর ডিসি মেট্রো এলাকার প্রবাসীর যাত্রা শুরু

ডেস্ক রিপোর্ট
  ২৫ জুন ২০২৪, ২১:১৩

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের বৃহত্তর ডিসি মেট্রো এলাকায় বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত নৃত্যশিল্পীদের সংগঠন, নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশ, ডি এম ভি  ২৩ জুন রোববার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।
রোজমেরী মিতু রিবেইরোকে সভাপতি ও খ্রীষ্টিন রোজারিওকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দিয়ে নৃত্যশিল্পীদের এই সংগঠনটির পরিচালনা পরিষদ কাজ শুরু করতে যাচ্ছে। পাঁচ সদস্যের এই বোর্ডের অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি পদে শতরূপা বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক পদে আফরিন ফ্যান্সী ও ট্রেজারার পদে রোকেয়া হাসি।
অভিষেক অনুষ্ঠানে নৃত্যশিল্পী  ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি, নৃত্য সারথী লায়লা হাসান শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং বোর্ডের সদস্যদের শপথ পাঠ করান।
একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী  লায়লা হাসান বলেন, "নৃত্যশিল্প ও নৃত্যশিল্পীর   উন্নয়ন ,কল্যাণ, পরীক্ষা নীরিক্ষার মাধ্যমে আমাদের নৃত্যের নবরুপায়ন ইত্যাদি   সুদূর প্রসারী পরিকল্পনা রয়েছে নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশ-এর।"
নবনিযুক্ত প্রেসিডেন্ট রোজমেরী মিতু রিবেইরো সংগঠনটি সম্পর্কে বলেন, "আমাদের উদ্দেশ্য প্রবাসে বসবাসরত বাংলাদেশি নতুন প্রজন্মকে আমাদের নিজস্ব কৃষ্টি এবং সম্পদ, লোকনৃত্য এবং বাংলাদেশের সকল নৃত্য গুরুদের সম্বন্ধে শিক্ষা দেয়া। তাদেরকে আমাদের ঐতিহ্য এবং দেশীয় নৃত্যচর্চার সাথে সম্পৃক্ত করা৷ সেইসাথে বাংলাদেশের নৃত্যজগতের সাথে সেতুবন্ধন গড়ে তোলা।"  
প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অভিষেক অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানটির অন্যতম বড় আকর্ষণ ছিল, প্রবাসে বেড়ে ওঠা শিশু কিশোরদের মনোজ্ঞ নৃত্য পরিবেশনা।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
সংগঠনের সাধারণ সম্পাদক খ্রীষ্টিন  রোজারিও'র ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।  
প্রবাসে নৃত্যশিল্পী  ফাউন্ডেশন  বাংলাদেশ -এর  এটি চতুর্থ  সংয়োজন। অন্যান্য প্রবাসী শাখাগুলো রয়েছে ইংল্যান্ড, কানাডা এবং যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে।