বাংলাদেশ সোসাইটির বির্তকিত ৩০৭ ভোট বাতিল করা হয়েছে। সংশোধিত নতুন ভোটার তালিকা আসছে। গত ৩০ জুন ছিল বাংলাদেশ সোসাইটির সদস্যপদ নবায়ন, নতুন সদস্য পদ গ্রহনের শেষ সময়। এ সময়ের মধ্যে যারা সদস্য হয়েছেন তারাই আগামী ২৭ অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে ভোটধিকার প্রয়োগ করবেন। যদিও গোল বাধে ৩০৭ অতিরিক্তি ভোট নিয়ে। গত ১৮ সেপ্টেম্বর নির্বাচন কমিশন আরও ৩০৭ ভোটার সংযোজন দেখিয়ে নতুন ভোটার তালিকা নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করেন। এতে তীব্র আপত্তি তোলেন আতাউর রহমান সেলিম ও মোহাম্মদ আলী।
তারা লিখিতভাবে বাংলাদেশ সোসাইটি ও নির্বাচন কমিশনের কাছে এই ৩০৭ ভোট তালিকা থেকে বাদ দেবার দাবি জানায়। এ প্রেক্ষিতে সোসাইটির কার্যকরি কমিটি ও ট্রাস্টি বোর্ড গত ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার যৌথ সভায় মিলিত হয়। সেখানে আলোচনার পর যৌথ কমিটি ৩০৭ ভোট বাতিলের ঘোষণা দেয়। বাংলাদেশ সোসাইটির বর্তমান সভাপতি মোহাম্মদ রব মিয়ার দৃষ্টি আর্কষণ করলে তিনি বলেন, আপত্তিকৃত ৩০৭ ভোট বাতিল করেছে যৌথ কমিটি। যাদের ভোট বাতিল করা হয়েছে তারা চাঁদা ফেরত দাবি করলে ফেরত দেয়া হবে। নইলে তা সংঠনের তহবিলে জমা থাকবে।
গত ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার যৌথ কমিটির সভায় সভাপতি মোহাম্মদ রব মিয়া, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দীন দেওয়ান ও সাধারণ সম্পাদক রুহুল আমিন সহ অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন। ট্রাস্টি বোডের সদস্যদেও মধ্যে উপস্থিত ছিলেন চেয়ারম্যান এম আজিজ, আখতার হোসেন, আজিজুর রহমান বোরহান, আব্দুল হাসিম হাসনু, মফিজুল ইসলাম, শাহজাহান সিরাজী, খোকন মোশাররফ, কামাল পাশা বাবুল, ওয়াসী চৌধুরী ও জহির মোল্লা।
রুহুল-জাহিদ প্যানেলের নির্বাচনী প্রচারণা
নিউইয়র্ক : রুহুল-জাহিদ প্যানেলের নির্বাচনী সভাও জ্যামাইকা, ব্রঙ্কস, ওজনপার্ক, ফুলটন এবং কুইন্সের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সোসাইটির নির্বাচনকে সামনে রেখে রুহুল- জাহিদ পরিষদের সভা গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় জ্যামাইকার সেলিম বিরিয়ানীতে অনুষ্ঠিত হয়। মঞ্চে উপবিষ্ট ছিলেন সোসাইটির বর্তমান সভাপতি আব্দুর রব মিয়া, নির্বাচনে সভাপতি প্রার্থী রুহুল আমিন সিদ্দিকি, সেক্রেটারী প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী জাহিদ মিন্টু, মোহাম্মদ সেলিম, সাইফুল ইসলাম, সৈয়দ বাহালুল উজ্জ্বল প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই প্যানেল যোগ্য প্রার্থীদের নিয়ে গঠিত, সুতরাং এই প্যানেলের বিজয় নিশ্চিত করতে হলে আমাদের সবাইকে কাজ করতে হবে। তারা আরো বলেন, আমরা চারিদিকে যা দেখছি এই প্যানেলের পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে। তারা বলেন, আমাদের প্রধান কাজ হবে ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসা।
সভাপতি প্রার্থী রুহুল আমিন সিদ্দিকী উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, দীর্ঘ দিন থেকে আমি বাংলাদেশ সোসাইটির সাথে সম্পৃক্ত। আমার কাজে অভিজ্ঞতা রয়েছে। তিনি বলেন, আমাদের প্যানেলে বিজয়ী হলে কমিউনিটি ভবন নির্মাণ, অন লাইন সদস্য পদ নিবন্ধন, দেশ থেকে নতুন যারা আসবে তাদের চাকরিপ্রাপ্তিতে পরামর্শ ও সাহায্য সহযোগিতাসহ কমিউনিটির কল্যাণে কর্ম পরিকল্পনা রয়েছে।
সেক্রেটারি প্রার্থী জাহিদ মিন্টু বক্তেব্যর শুরুতে সাবেক সভাপতি প্রয়াত কামাল আহমেদকে স্মরণ করেন ও অসুস্থ সাবেক সভাপতি আজমল হোসেন কুনুর সুস্থ্যতা কামনা করেন। তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, দুই প্যানেলের মধ্যে যাচাই করে যোগ্য প্রার্থীদের ভোট প্রদানের আহ্বান জানান। বক্তেব্যে তিনি সবাইকে সাথে নিয়ে বাংলাদেশ কমিউনিটি সেন্টার নির্মাণ করার কথা বলেন। রুহুল-জাহিদ প্যানেলের প্রার্থীরা হচ্ছেন সভাপতি রুহুল আমিন সিদ্দিকী, সিনিয়র সহ-সভাপতি ফারুক চৌধুরী, সহ-সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক জাহিদ মিন্টু, সহ-সাধারণ সম্পাদক সরওয়ার খান বাবু, কোষাধ্যক্ষ মোহাম্মদ নওশেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এস সাদী (সাদী মিন্টু), সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায় চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক নাদির আহমেদ আইয়ুব, সাহিত্য সম্পাদক রোমানা আহমদ, ক্রীড়া সম্পাদক আলমগীর হোসেন, স্কুল ও শিক্ষাবিষয়ক সম্পাদক শাহনাজ হোসেন। কার্যকরি কমিটির সদস্য পদে লড়ছেন মোহাম্মদ রব মিয়া, মোহাম্মদ তাজু মিয়া, এমডি এন ইসলাম, রফিকুল ইসলাম ডালিম ও সাইফুল ইসলাম।