ইউএস বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাষ্ট্রি - ইউএসবিসিসিআই’র উদ্যোগে নিইয়র্কে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউএসবিসিসিআই রিয়েল এস্টেট এক্সপো-২০২৫। গেলো বছরের এক্সপোর সফলতার আলোকে এবং কমিউনিটির চাহিদার প্রেক্ষিতে এবারও আয়োজিত হচ্ছে এই এক্সপো। আগামী তেশরা মে শনিবার নিউইয়র্কের লাগোর্ডিয়া ম্যারিয়ট হোটেলের বলরুমে এই এক্সপো চলবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এতে নিউইয়র্ক ছাড়াও বিভিন্ন ষ্টেট থেকে ৬০টিরও বেশী এক্সিবিটর এবং শতাধিক রিয়েল এস্টেট পেশাজীবি অংশ নেবেন। শুধু বাড়ি কেনা-বেচা নয় বরং রিয়েল ষ্টেট বিষয়ে কমিউনিটিকে আরো সচেতনতার পাশাপাশি একই ছাতার নীচে হোম ফাইন্যান্স, লিগ্যাল অ্যাডভাইস, ইনভেষ্টমেস্ট প্রভৃতির সমাবেশ ঘটানই এক্সপোর মূল লক্ষ্য।
বৃহস্পতিবার দুপুরে জ্যামাইকার একটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক্সপো আয়োজিত কর্মকর্তারা এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে ইউএসবিসিসিআই’র সভাপতি লিটন আহমেদ, পরিচালক অহাদ আলী সিপিএ, ইসমাইল আহমেদ, শেখ ফরহাদ ও মিলি ভূইয়া সহ মেডোব্রুকের লোন প্রোডাকশন কো-অর্ডিনেটর জাসিল রুবিও, ইমপেরিয়াম টাইটেল এজেন্সীর ম্যানেজিং পার্টনার এলিস ডেলগাডো বক্তব্য রাখেন।