বাংলা সংস্কৃতি ও চলচ্চিত্রকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার লক্ষ্যে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে চলেছে প্রথম নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫। প্রিয়জন ফিল্মস এবং লেমন ষ্টুডিও যৌথভাবে আয়োজন করবে এই বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল।
সার্বিক সহযোগিতায় থাকবে আমেরিকান বাংলাদেশি প্রডিউসার অ্যাসোসিয়েশন (এবিপিএ)। শর্টফিল্ম, ডকুমেন্টারি ফিল্ম এবং পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র এই তিনটি ক্যাটাগরিতে নির্মিত সকল বাংলা চলচ্চিত্র এখানে প্রদর্শিত হবে। এবং সর্বক্ষেত্রে সেরাদের পুরস্কার প্রদান করা হবে। এ বিষয়ে নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫ এর আহবায়ক প্রযোজক অলিভ আহমেদ জানান, আমরা চেষ্টা করছি আমেরিকায় বাংলা চলচ্চিত্রের একটি প্লাটফর্ম তৈরী করতে। শুধুমাত্র নাচ গান আর ভিসাপ্রপ্তদের গণহারে ক্রেস্ট তুলে দিতে চাই না। আমরা ভালোকে ভালো এবং খারাপকে খারাপ বলতে চাই। আমাদের রয়েছে অভিজ্ঞ জুড়িবোর্ড।
সদস্য সচিব জনাব লিটু আনাম বলেন, আমাদের এই আয়োজনের সাথে আছে আমেরিকান বাংলাদেশি প্রডিউসার এসোসিয়েশন। তারা আমাদের নিশ্চিত করেছেন যে সেরাদের উপর তারা বিনিয়োগ করবেন। সুতরাং নাচগানে ভরপুর নয় বরং ফিল্ম ফেস্টিভ্যালের প্রকৃত তাৎপর্য নিয়ে আমরা কাজ করতে চাই। তিনি বাংলাদেশের সকল নির্মাতা এবং প্রযোজককে অনুরোধ জানান তারা যেন ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে তাদের নির্মিত সেরা কাজটি নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে জমা দেন। সড়া কিংবা সঢ়৪ ফর্মেটে সকল দৈর্ঘ্যের চলচ্চিত্র জমা দেওয়া যাবে।
nybanglaff@gmail.com ইমেইল করা যাবে কিংবা ড্রাইভ লিংক হোয়াটসআপেও দেওয়া যাবে। হোয়াটসআপ করুন +1 (347) 545-7039 অথবা +1 (646) 248- 4759 এই নম্বরে। আয়োজনের আহবায়ক অলিভ আহমেদ জানান, উৎসবটি অনুষ্ঠিত হবে চলতি বছরের অক্টোবরের শেষে কিংবা নভেম্বরের শুরুতে। দ্রুত তারিখ ও ভেন্যু জানানো হবে ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে।