আগামী ১৯ ও ২০ এপ্রিল নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে ‘বাংলাদেশ রেমিট্যান্স মেলা’ অনুষ্ঠিত হতে যচ্ছে। এই মেলার মূল আয়োজক বিশ্বজিৎ সাহা সহ মেলা নিয়ে নানা অভিযোগ তুলে মেলাটি বয়কটের আহ্বান জানিয়েছেন কমিউনিটির নেতৃবৃন্দ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নিউইয়র্ক-এর ব্যানারে শনিবার (১২ এপ্রিল) বিকেলে জ্যাকসন হাইটসের একটি রেষ্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নিউইয়র্ক-এর অন্যতম সমন্বয়ক আব্দুল কাদেরের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিক ও ব্যবসায়ী এবং জেবিবিএ’র সভাপতি গিয়াস আহমেদ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আরেক সমন্বয়ক কাজী মোহাম্মদ হাসান সিদ্দিকী। বক্তব্য রাখেন সমন্বয়ক দেলোয়ার হোসেন শিপন, ফাহাদ হোসেন প্রমুখ।
আগামী ১৯ ও ২০ এপ্রিল জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে রেমিট্যান্স মেলা আয়োজন করা হয়েছে। এতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, ডেপুটি গভর্নর ড. মোঃ হাবিবুর রহমান ও পরিচালক মনোয়ার উদ্দীন আহমেদ অংশগ্রহণ করছেন বলে জানা গেছে। গভর্নর প্রধান অতিথি হিসেবে এই মেলা উদ্বোধন করতে ১৮ এপ্রিল নিউইয়র্ক পৌঁছাবেন। এছাড়া মেলায় উপস্থিত থাকবেন, বাংলাদেশের সরকারি ও বেসরকারি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের একঝাঁক চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও শীর্ষ কর্মকর্তা।