যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী ব্যবসায়ী ড. কালী প্রদীপ চৌধুরীর স্ত্রী সুনন্দা চৌধুরী প্রয়াত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (২৪ জুন) বিকেল ৩টা ২৪ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বামী কালী প্রদীপ চৌধুরী। এক শোকবার্তায় তিনি লিখেছেন, অসহ্য দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে আমি আমার জীবনের সবচেয়ে বেদনাদায়ক সংবাদটি শেয়ার করছি। আমার প্রিয় স্ত্রী, আমার জীবনের অটল আলো, আমাদের পরিবারের হৃদস্পন্দন, আজ আর আমাদের মাঝে নেই।
তিনি আরও বলেন, সুনন্দা শুধু স্ত্রী ছিলেন না—তিনি ছিলেন একজন স্নেহময়ী মা, দায়িত্ববান পুত্রবধূ, আদরণীয় দাদী এবং আমাদের জীবনের বন্ধনী। তার হাসি, নিঃশর্ত ভালোবাসা ও নীরব শক্তি আমাদের জীবনের প্রতিটি সংকটে আশ্রয় হয়ে ছিল। আমার সাফল্যের পেছনে তার ভূমিকা ছিল নিরব কিন্তু অবিচল।
সুনন্দা চৌধুরীর শেষকৃত্য শুক্রবার (২৭ জুন) বিকেল ৪টায় মিলার জোন্স ডিগনিটি মেমোরিয়াল ফিউনারেল হোমে সম্পন্ন হয়েছে। তার সম্মানে আগামী ৬ জুলাই অনুষ্ঠিত হবে শ্রদ্ধা ও স্মরণানুষ্ঠান।
ড. কালী প্রদীপ বলেন, তাকে ছাড়া এমন এক পৃথিবীতে জেগে ওঠা অসম্ভব। কিন্তু আমি জানি, সে আমাদের হৃদয়ে, আমাদের ভালোবাসায় ও প্রতিটি স্মৃতিতে বেঁচে থাকবে।
শোকাহত পরিবারটির জন্য সহানুভূতি প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও আত্মীয়স্বজন।