বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের বিষয়ে ব্রিটিশ পার্লামেন্টে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১০ নম্বর কমিটি রুমে এ অনুষ্ঠান আয়োজন করে কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশ।
যুক্তরাজ্য প্রবাসীরা যাতে নিজ নিজ এলাকার এমপিদের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার প্রক্রিয়া সঠিকভাবে এগিয়ে নেয়, তার অনুরোধ জানানো হয় অনুষ্ঠানে। সেই সঙ্গে ‘প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা’ নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ওপর প্রভাব বিস্তারের জন্য ব্রিটিশ এমপিদের প্রতি অনুরোধ জানাতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান বক্তারা।
‘বাংলাদেশ অ্যাট ক্রসরোডস: রোলস অব ইন্টারন্যাশনাল কমিউনিটি অ্যান্ড ডায়াসপোরা’ শীর্ষক এ সেমিনারে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে প্রবাসীদের উদ্যোগী হওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে বাংলাদেশের রাষ্ট্র, সমাজ ও রাজনৈতিক অঙ্গন যেভাবে ‘ক্ষত-বিক্ষত’ হয়েছে, যে বিভেদে জাতীয় জীবন হয়েছে বিভক্ত; তা নিরসনে বাংলাদেশে ‘রেকনসিলেশন প্রক্রিয়া’ এগিয়ে নেওয়া জরুরি। সত্যিকারের গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা ও তা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এই প্রক্রিয়াটির সাফল্য বাংলাদেশের গণতন্ত্র সুপ্রতিষ্ঠায় বৃহৎ প্রভাব রাখবে।
কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের চেয়ার এন্জেনারা রহমান-হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের প্রেসিডেন্ট মুকিম আহমদ, ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান। মূল বক্তব্য উপস্থাপন করেন এসেক্স ল স্কুলের লেকচারার আব্বাস ফাইজ। প্যানেল আলোচক ছিলেন সিনিয়র কিংস কাউন্সেল লর্ড কার্লাইল কেসি, সাবেক এমপি সাইমন ডানচুক ও চ্যাথাম হাউজের সাউথ এশিয়া স্পেশালিস্ট শিতিগী বাজপেয়ী।
কমিউনিটি ও সিভিল সোসাইটির পক্ষ থেকে সেমিনারে বক্তব্য রাখেন জন কামেগ কেসি, জনমত সম্পাদক ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের যুক্তরাজ্য প্রতিনিধি সৈয়দ নাহাস পাশা, ইউনাইটেড হিন্দু এলায়েন্সের হারাধন ভৌমিক, ব্যারিস্টার প্রশান্ত বড়ুয়া।