বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ব্রিটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের ঐতিহ্যবাহী শাহ্ জালাল মসজিদ অ্যান্ড ইসলামিক কালচারাল সেন্টারের নতুন কমিটি গঠিত হয়েছে। রোববার (১৩ জুলাই) দুপুর ১২টায় মসজিদ প্রাঙ্গণে এক আনুষ্ঠানিক সভায় বিদায়ী কমিটির কাছ থেকে নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করে। সভায় যথাযথ নিয়ম মেনে দায়িত্ব হস্তান্তর করা হয়।
২০২৫–২০২৭ সালের জন্য গঠিত নতুন কমিটির ট্রাস্টি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মকিস মনসুর ও আলহাজ আব্দাল মিয়া।
কমিটির নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শাহ্ আতাউর রহমান মধু, সাধারণ সম্পাদক কাওছার হোসেন এবং কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন রকিবুর রহমান।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন: আনহার মিয়া, আখতারুজ্জামান কোরেশি নিপু, মোহাম্মদ জামান ময়নু, বকসি মোহাম্মদ সায়েদ, মোহাম্মদ রাসেল ফিরোজ, রুহুল আলম, মুহিদুর রহমান শাফি এবং রুহেল মিয়া।
বিদায়ী কমিটির সভাপতি আলহাজ আব্দুল মুমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেওয়ান মাসকুর আহমেদ চৌধুরী টুটুলের সঞ্চালনায় সভায় বিদায়ী কোষাধ্যক্ষ খায়রুল ইসলাম আর্থিক প্রতিবেদন ও সাধারণ সম্পাদক বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ মসজিদের কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ দেন।
পরবর্তী পর্যায়ে শাহ্ জালাল মসজিদের সাবেক ট্রাস্টি আলহাজ আব্দুল আহাদ চৌধুরীর সভাপতিত্বে ও প্রাক্তন ট্রাস্টি আলহাজ মোহাম্মদ রেনু মিয়ার পরিচালনায় নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। উপস্থিত সবাই সর্বসম্মতিক্রমে কমিটিকে সমর্থন জানান।