সিডনিতে ওপেন ফ্রেন্ড সার্কেলের কর্মশালা

আন্তর্জাতিক ডেস্ক
  ০৫ আগস্ট ২০২২, ১৬:২২

সিডনির লাকেম্বা লাইব্রেরিতে ওপেন ফ্রেন্ড সার্কেল অস্ট্রেলিয়ার উদ্যোগে শরণার্থী বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ থেকে আগত শরণার্থী ও আশ্রয় প্রার্থী, অস্ট্রেলিয়ার মানবাধিকার ও শরণার্থী অধিকারকর্মী, বিভিন্ন সম্প্রদায়ের নেতা এবং স্থানীয় কাউন্সিলরসহ বিভিন্ন পেশাজীবি ব্যক্তিবর্গ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে কয়েকজন শরণার্থী তাদের সুখ-দুঃখ, স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে কথা বলেন।
তাদের জীবন সংগ্রামের গল্প উপস্থিত সকলের হৃদয় ছুঁয়ে যায়। অস্ট্রেলিয়ার নতুন সরকারের প্রতি সকলের  প্রত্যাশা–অচিরেই তাদের দুর্দশা লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
শরণার্থীদের মাঝে দীর্ঘদিন কাজ করা ওপেন ফ্রেন্ড সার্কেল অস্ট্রেলিয়া একটি সুপরিচিত নাম। শরণার্থীদের জন্য আবাসন, খাবার, পরিবহন, চিকিৎসা, চাকরিসহ বিভিন্ন সেবা প্রদান করে তারা প্রশংসা কুড়িয়েছে।