প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সংগঠনের জোট ‘ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা’- ফোবানা সম্মেলন শুরু হচ্ছে ২ সেপ্টেম্বর। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস সিটির ম্যারিয়ট বারব্যাংক এয়ারপোর্ট হোটেলে তিনদিনব্যাপি এ সম্মেলন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে ফোবানার সদ্যবিদায়ী চেয়ারম্যান ও বর্তমান কমিটির আউটস্ট্যান্ডিং মেম্বার জাকারিয়া চৌধুরী, চেয়ারম্যান আতিকুর রহমান, এক্সিকিউটিভ সেক্রেটারি ড. রফিক খান প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলা হয়-ফোবানার মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের সংস্কৃতি, কৃষ্টি ও ভাষাকে উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের অংশগ্রহণের মাধ্যমে উজ্জ্বীবিত রাখা এবং নতুন প্রজন্মের কাছে এর প্রচার ও প্রসার করা। ফোবানার ২০২২ কার্যকরী কমিটি অধীনে এবারের ৩৬তম ফোবানা সম্মেলন হতে যাচ্ছে। এ বছর সম্মেলনের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশি অ্যাসোসিয়েশনস অব গ্রেটার লস এঞ্জেলেসসহ কয়েকটি সংগঠন।