আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাবের উদ্যোগে বিজয় দিবসের ক্যারম টুর্নামেন্ট অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট
  ২০ ডিসেম্বর ২০২৫, ১৪:০৪


যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে ওপেন ক্যারম (দ্বৈত) টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় আটলান্টিক সিটির আর্কটিক এভিনিউয়ে অবস্থিত বেঙ্গল ক্লাবের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত চূড়ান্ত খেলায় হেলাল হাসান ও মাসুম বাউল জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। রানার্সআপ হন রহমান বাবুল ও ইউসুফ আলী জুটি। তৃতীয় স্থান অর্জন করেন তপু ও জুবেল জুটি।
চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন বেঙ্গল ক্লাবের সদস্য স্যাম আহমেদ মাসুদ। রানার্সআপ দলের হাতে ট্রফি প্রদান করেন কামরুল হাসান আমজাদ এবং তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কার তুলে দেন মো. মজনু।
টুর্নামেন্টটি দেখতে আটলান্টিক সিটির গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। খেলাগুলো দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে।
ক্যারম টুর্নামেন্ট আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন হেলাল হাসান, মামুন ইসলাম, বাদল বাড়ৈ, শহিদুল ইসলাম পিংকি, কায়সার, আনিস জুয়েল, স্যামুয়েল গহর, আরিফ লিমন, সোহেল আহমেদ ও আসিফ আনোয়ার।

বেঙ্গল ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আলী চৌধুরী তান্নু এবং সাধারণ সম্পাদক কাজল বাড়ৈ বিজয় দিবসের এই ওপেন ক্যারম টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের জন্য ক্লাবের সব স্তরের নেতৃবৃন্দ ও কমিউনিটির সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।
আয়োজকেরা জানান, বেঙ্গল ক্লাবের এই উদ্যোগ প্রবাসী কমিউনিটিতে ব্যাপক সাড়া ফেলেছে এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।