রনকনকোমায় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে প্রবাসী খেলোয়াড়দের জমজমাট আসর

ডেস্ক রিপোর্ট
  ১৪ জানুয়ারি ২০২৬, ১৪:৫৫

রনকনকোমা স্পোর্টস ক্লাবের আয়োজনে লং আইল্যান্ড ব্যাডমিন্টন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে রনকনকোমা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। দিনব্যাপী এই টুর্নামেন্টে প্রবাসী বাংলাদেশি খেলোয়াড়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাঙ্গণ ছিল উৎসবমুখর।
টুর্নামেন্টটি দুই বিভাগে অনুষ্ঠিত হয়—ডিভিশন ১ (প্রফেশনাল) ও ডিভিশন ২ (ইন্টারমিডিয়েট)। ডিভিশন ১-এ চ্যাম্পিয়ন হন তানভীর বাবু ও মো. শুভন। রানার আপ হন মো. অতুল ও মান্নান তুষার। এ বিভাগের তৃতীয় স্থান অর্জন করেন আসাদ রোমান, মেহেদী রেজান, হুমায়ুন কবির ও মো. জাকারিয়া।
ডিভিশন ২-এ চ্যাম্পিয়ন হন ফয়সাল উল্লাহ ও মেহরান চৌধুরী। রানার আপ হন জহির রায়হান ও হাসনাত শাকিব। তৃতীয় স্থান অর্জন করেন সৈয়দ আফসার, নাবিদুর রহমান, নাদিম উদ্দিন ও রাইয়ান আরেফিন।
টুর্নামেন্টে বিভিন্ন দল ও বিভাগে প্রবাসী বাংলাদেশি ব্যাডমিন্টন খেলোয়াড়েরা অংশ নেন। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রনকনকোমা স্পোর্টস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দ জুয়েফ। এ ছাড়া কমিউনিটির পরিচিত মুখ আনোয়ার মওলা ও মোহাম্মদ রবি খেলোয়াড়দের উৎসাহ দেন।
রনকনকোমা স্পোর্টস ক্লাবের ম্যানেজার সিয়াম সায়ের বলেন, শীতের মৌসুমে বাংলাদেশের ব্যাডমিন্টন সংস্কৃতির সঙ্গে বেড়ে ওঠা খেলোয়াড়দের জন্য এ আয়োজন একটি মিলনমেলার সুযোগ তৈরি করেছে। এটি প্রতিযোগিতার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও নতুন প্রজন্মের খেলোয়াড়দের অনুপ্রেরণা জোগাবে।
আয়োজকেরা জানান, প্রবাসে বসবাসরত খেলোয়াড়দের মধ্যে ভ্রাতৃত্ববোধ জোরদার করা এবং ব্যাডমিন্টনকে আরও জনপ্রিয় করে তোলাই ছিল এই টুর্নামেন্টের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।