স্পেনে সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

ডেস্ক রিপোর্ট
  ২০ ডিসেম্বর ২০২৫, ১৪:০৮
সভাপতি : এইচ এম দবির তালুকদার, সাধারণ সম্পাদক : বদরুল কামালী

স্পেনে বসবাসরত সুনামগঞ্জবাসীদের সংগঠন সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের বহুল কাঙ্ক্ষিত কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন এইচ এম দবির তালুকদার। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বদরুল কামালী। এ ছাড়া সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইদুল হক টিপু, সিনিয়র যুগ্ম সম্পাদক হয়েছেন হেলাল মাহমুদ এবং প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন টিপু সুলতান।
বৃহস্পতিবার মাদ্রিদের গ্রাম বাংলা রেস্টুরেন্টে সুনামগঞ্জবাসীদের উদ্যোগে আয়োজিত সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়। সভায় সংগঠনের আহ্বায়ক দবির তালুকদারের সভাপতিত্বে এবং সদস্যসচিব তুহিন আহমেদের সঞ্চালনায় সিনিয়র নেতাদের মধ্যে বক্তব্য দেন আজিজ আহমেদ, তুহিন আহমেদ, আজিম উদ্দিন ও কাউসার আহমেদসহ অন্যরা।
সভায় মাদ্রিদে বসবাসরত সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার প্রবাসীরা উপস্থিত ছিলেন। বক্তারা প্রবাসে সুনামগঞ্জবাসীদের ঐক্য ও সামাজিক কর্মকাণ্ড জোরদারের ওপর গুরুত্ব দেন।
সভা থেকে জানানো হয়, আগামী তিন মাসের মধ্যে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।