
কুয়েতে বসবাসরত পেশাজীবী ও ব্যবসায়ীদের উদ্যোগে এবং বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় দিনব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে ‘স্বাস্থ্য সচেতনতা ও বিনামূল্যে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা’ শীর্ষক এ বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়। প্রবাসী বাংলাদেশি কর্মীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়াই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।
মেডিকেল ক্যাম্পে কুয়েতে কর্মরত অভিজ্ঞ বাংলাদেশি চিকিৎসক ও স্বাস্থ্যসেবাকর্মীরা স্বেচ্ছাসেবার ভিত্তিতে প্রবাসী বাংলাদেশি কর্মীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করেন। এ সময় রক্তচাপ ও রক্তে শর্করা পরীক্ষা, প্রয়োজন অনুযায়ী প্রাথমিক চিকিৎসাসেবা, স্বাস্থ্য সচেতনতামূলক পরামর্শ এবং জরুরি ক্ষেত্রে প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, কুয়েতে বসবাসরত বিভিন্ন পেশাজীবী বাংলাদেশি প্রবাসী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, দিনব্যাপী এই স্বাস্থ্যসেবা ক্যাম্পে মোট ৭৩৮ জন প্রবাসী বাংলাদেশি কর্মী চিকিৎসাসেবা গ্রহণ করেন।