কলকাতার সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার। ‘ভালোবাসার মরসুম’ শিরোনামের এ সিনেমাটিতে তার সঙ্গে ‘থ্রি ইডিয়টস’ খ্যাত অভিনেতা শারমান যোশির পাশাপাশি থাকার কথা ছিল অভিনেতা খায়রুল বাসারের। কিন্তু হঠাৎ করেই এই অভিনেতা জানালেন তিনি ছবিটিতে থাকছেন না।
এক ফেসবুক স্ট্যাটাসে খায়রুল বাসার লিখেন, ‘ভালোবাসার মরসুম’ সিনেমায় সম্পৃক্ত হবার কথাবার্তা আগাচ্ছিলো।খুব শীঘ্রই চুক্তিবদ্ধ হতে যাচ্ছিলাম, যদি শিডিউল জটিলতার সমাধান করতে পারতাম। সংগত কারণে আমি এই সিনেমায় থাকতে পারছি না। ধন্যবাদ।
এদিকে ‘ভালোবাসার মরসুম’ সিনেমাটির জন্য অভিনেতা চুক্তিবদ্ধ হননি জানালেও পরিচালক বলছেন, ছবিটির জন্য বাসার চুক্তিবদ্ধ হয়েছেন এবং তার পারিশ্রমিকের এক চতুর্থাংশ অভিনেতাকে দেওয়া হয়েছে।
‘ভালবাসার মরসুম’ সিনেমাটিতে তানজিন তিশা-শারমান যোশি ছাড়া আরো রয়েছেন সুস্মিতা চ্যাটার্জি।
সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দার্জিলিংয়ে সিনেমাটির শুটিং শুরু হবে। চলবে টানা ২৩ দিন। এরপর অক্টোবরে হবে মুর্শিদাবাদে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ভালোবাসা দিবস উপলক্ষ্যে মুক্তি পাবে সিনেমাটি।