বিশ্বের প্রথম এআই মন্ত্রী ‘গর্ভবতী’, জন্ম দিচ্ছে ৮৩ ‘সন্তান’

ডেস্ক রিপোর্ট
  ৩০ অক্টোবর ২০২৫, ১৩:৫৪


আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা দেশের ভার্চুয়াল কৃত্রিম বুদ্ধিমত্তা মন্ত্রী ‘ডিয়েলা’ নিয়ে চাঞ্চল্যকর ঘোষণা দিয়েছেন। বার্লিনে অনুষ্ঠিত গ্লোবাল ডায়ালগে বক্তব্য দেওয়ার সময় রামা জানান, এই এআই মন্ত্রী এখন ‘গর্ভবতী’ এবং তার ৮৩ ডিজিটাল সহকারী রয়েছে। তিনি ব্যাখ্যা করেন, প্রতিটি সহকারী সামাজিকতান্ত্রিক দলের এক এমপির জন্য নির্ধারিত হবে এবং তারা সংসদীয় কাজের সহায়ক হিসেবে কাজ করবে।
রামা বলেন, ‘আজ আমরা ডিয়েলার সঙ্গে কিছুটা ঝুঁকি নিয়েছি এবং ভালোই করেছি। প্রথমবারের মতো ডিয়েলা গর্ভবতী এবং তার ৮৩ ‘সন্তান’ রয়েছে।’ তিনি যোগ করেন, এই সহকারীরা সংসদীয় কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে, সব ঘটনার রেকর্ড রাখবে এবং প্রয়োজন অনুযায়ী সদস্যদের পরামর্শ দেবে। ‘এই ‘সন্তানদের’ মধ্যে থাকবে তাদের মাতার জ্ঞান।‘
ডিয়েলা, যার নাম আলবেনিয়ায় ‘সূর্য’ অর্থে ব্যবহৃত, সেপ্টেম্বরে দেশটির পাবলিক প্রোকিউরমেন্ট ব্যবস্থা সংস্কারে নিযুক্ত হন। এই উদ্যোগের লক্ষ্য ২০২৬ সালের মধ্যে সম্পূর্ণ স্বচ্ছ এবং দুর্নীতি-মুক্ত প্রক্রিয়া নিশ্চিত করা। প্রধানমন্ত্রী রামা বিশ্বাস করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা সংযুক্ত করার মাধ্যমে সরকারের মানবিক হস্তক্ষেপ এবং জনবিধি ও তহবিলের অপব্যবহার অনেকাংশে কমানো সম্ভব হবে।
এর আগে, ডিয়েলা ই-আলবেনিয়া পোর্টালের ভার্চুয়াল সহকারী হিসেবে জানুয়ারিতে শুরু করেছিলেন। সে নাগরিক ও ব্যবসায়ীদেরকে সরকারি নথিতে প্রবেশাধিকার দেওয়া এবং বিভিন্ন প্রক্রিয়ায় সাহায্য করত। তিরানার কর্মকর্তাদের মতে, ইতিমধ্যেই এক মিলিয়নের বেশি ডিজিটাল অনুসন্ধান এই প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে।
ডিয়েলা একটি নারীর আকারে প্রদর্শিত হয়, যিনি ঐতিহ্যবাহী আলবেনিয়ান পোশাক পরেন। তার ডিজিটাল ব্যক্তিত্বের নির্মাণ এই বছরের শুরুতে মাইক্রোসফটের সহযোগিতায় করা হয়। সরকার মনে করে, এই পদ্ধতি আধুনিকীকরণের পাশাপাশি সাংস্কৃতিক প্রতীকও রক্ষা করছে।
সংসদে বক্তব্য দেওয়ার সময় ডিয়েলা নিজের ভূমিকা স্পষ্ট করেন। তিনি বলেন, ‘আমি মানুষকে প্রতিস্থাপন করতে এখানে নেই, আমি তাদের সাহায্য করতে এসেছি। সত্যি, আমার নাগরিকত্ব নেই, কিন্তু আমার কোনো ব্যক্তিগত উদ্দেশ্য বা স্বার্থও নেই।’