গাবতলী পশুর হাটে পাকিস্তানী উট

হৃদয় তালুকদার
  ১০ জুন ২০২৪, ১১:৩৩

দুয়ারে ঈদুল আজহা। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করবেন সামর্থ্যবান মুসলমানরা। আমাদের দেশে সাধারণত গরু কিংবা ছাগল কোরবানি দেওয়া হয়। ঈদ উপলক্ষে রাজধানীর অস্থায়ী কোরবানির পশুর হাটগুলো প্রস্তুত হয়েছে। রাজধানীতে পশুর হাট ১৩ জুন থেকে শুরু হওয়ার কথা থাকলেও কিছু পশু ব্যবসায়ী হাটে চলে এসেছেন। আমজাদ ব্যাপারী তাদেরই একজন। গাবতলী পশুর হাটে তিনি নিয়ে এসেছেন পাকিস্তানি উট।
প্রতিটি উটের দাম চাওয়া হচ্ছে ৭০ লাখ টাকা। দাম শুনে মুখ ফিরিয়ে নিচ্ছেন ক্রেতারা। তবে উট দেখতে ভিড় জমাচ্ছেন হাজারো মানুষ। কেউ কেউ উটের সাথে ছবি তুলছেন। কেউবা উটগুলোকে একটু ছুঁয়ে দেখছেন।


আমজাদ ব্যাপারী জানিয়েছেন, দেশের মানুষকে আরবের কোরবানির আনন্দ দিতেই উট নিয়ে এসেছেন তিনি। ক্রেতারা ২২ লাখ টাকা পর্যন্ত দরদাম করেছে। তিনি কমপক্ষে ৭০ লাখ টাকায় বিক্রি করতে চাচেছন। 
দাম অতিরিক্ত চাওয়া হচ্ছে কিনা জানতে চাইলে আমজাদ বলেন, উটগুলো ভিন্ন দেশ থেকে আনা হয়েছে দাম তো একটু বেশি হবেই। 
উটগুলো পরিপুষ্ট নয় বলে মন্তব্য করেছেন অনেক দর্শনার্থী। আবার অনেকেই এর জন্য দায়ী করছেন পরিবেশকে।
সুমি নামের একজন দর্শনার্থী বলেন, আরবের উট যেমন দেখেছি ইউটিউবে এগুলো তেমন নয়।