গাজায় শরণার্থী শিবিরে ফের ইসরায়েলের বিমান হামলায় নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক
  ১২ অক্টোবর ২০২৩, ২৩:২৬

হামাসের হামলার জবাবে ফিলিস্তিনের গাজায় উপত্যকায় নির্বিচার বোমাবর্ষণ করছে ইসরায়েল। সেই হামলা থেকে রক্ষা পাচ্ছে না রোগীবহনকারী অ্যাম্বুলেন্স থেকে শুরু করে শরণার্থী শিবিরগুলোও। 
আল জাজিরার খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার ফের গাজার একটি শরণার্থী শিবিরে বোমাবর্ষণ করেছে ইসরায়েল। মধ্য গাজা উপত্যকার নুসিরাত শরণার্থী শিবিরে চালানো এই বিমান হামলায় অন্তত ১৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। 
এ ছাড়া গাজা উপকূলে জেলেদের নৌকা লক্ষ্য করেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তাৎক্ষণিকভাবে সেখানে হতাহতের সংখ্যা এখনো জানা যায়নি।  
এর আগে সোমবার গাজার জাবালিয়া এবং আল-শাতি শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল। সেই হামলায় অন্তত ৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছিলেন।
আল জাজিরার একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী কোনো নির্দিষ্ট এলাকা, ভবন বা প্রতিষ্ঠান লক্ষ্য করে নয়; বরং আশেপাশের সব এলাকা ধ্বংস করে চলেছে। সামরিক বিশেজ্ঞরা ধারণা করছেন, ইসরায়েল স্থল আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে। স্থল আক্রমণের প্রস্তুতি হিসেবেই নির্বিচার বিমান হামলা চালিয়ে গাজার সবকিছু ধ্বংস করা হচ্ছে। 
সোমবার থেকে গাজা সম্পূর্ণ অবরোধ রেখেছে ইসরায়েল। সেখানে গ্যাস, বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া খাবার, ওষুধ ও ত্রাণসামগ্রী প্রবেশেও বাধা দিচ্ছে ইসরায়েল।