বাংলাদেশের নির্বাচন ইস্যুতে অবস্থানের পরিবর্তন করেনি জাতিসংঘ। সংস্থাটি বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়।
এমনটি জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক। সোমবার (১৬ অক্টোবর) নিউইয়র্কে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। স্টিফেন ডুজারিক বলেন, বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চাই আমরা। একই সঙ্গে এমন একটি পরিবেশ দেখতে চাই, যেখানে মানুষজন যেকোনো পক্ষে কথা বলতে পারবে প্রতিশোধের ভয় ছাড়া। ম্যান্ডেট না পাওয়া পর্যন্ত নির্বাচন পর্যবেক্ষণ করবে না জাতিসংঘ।
এক সাংবাদিক তার কাছে তুলে ধরেন, বাংলাদেশের নির্বাচনী পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্র। এরইমধ্যে ইইউ ঘোষণা দিয়েছে যে, তারা বাংলাদেশের আসন্ন নির্বাচনে পর্যবেক্ষক টিম পাঠাবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের মূল্যায়নে ক্ষমতাসীন দল ও বিরোধী দলকে সংলাপে বসার আহ্বান জানানো হয়েছে।