যুদ্ধেরও কিছু নিয়ম আছে

গাজায় মানবিক করিডোর খোলার আহ্বান জানালেন জাস্টিন ট্রুডো

আন্তর্জাতিক ডেস্ক
  ১৭ অক্টোবর ২০২৩, ১৮:৩৭

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি মানবিক করিডোর খোলার আহ্বান জানালেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
তিনি বলেছেন, ২৩ লাখ মানুষের অবরুদ্ধ উপত্যকায় ক্রমবর্ধমান ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় জরুরি সহায়তা প্রয়োজন।
কানাডা ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে জানিয়ে তিনি বলেন, “তবে যুদ্ধেরও কিছু নিয়ম আছে।”
ট্রুডো কানাডার সংসদে বলেন, “সন্ত্রাসবাদ সবসময়ই অপ্রতিরোধ্য এবং কোনো কিছুই হামাসের কর্মকাণ্ডকে ন্যায্যতা দিতে পারে না। ... হামাস ফিলিস্তিনি জনগণ বা তাদের বৈধ আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করে না।”
উল্লেখ্য, ইসরায়েলে হামাসের নজিরবিহীন অভিযানে পাঁচ কানাডিয়ান নিহত হয়েছে। এছাড়া এখনও নিখোঁজ রয়েছে আরো তিনজন। সূত্র: বিবিসি