যুদ্ধবিমান মিরাজ হারালো ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
  ২৩ জুলাই ২০২৫, ১৩:২২

ফ্রান্সের দেওয়া একটি মিরাজ-২০০০ যুদ্ধবিমান মিশনের সময় বিধ্বস্ত হয়েছে। বুধবার ভোরে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার সন্ধ্যার এ ঘটনায় পাইলট নিরাপদে বেরিয়ে আসেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ভোরে দেওয়া এক ভাষণে জেলেনস্কি বলেন, দুঃখজনকভাবে, আমরা আমাদের একটি যুদ্ধবিমান হারিয়েছি। এটি ছিল ফ্রান্সের দেওয়া একটি অত্যন্ত কার্যকর মিরাজ জেট।
তিনি আরও বলেছেন, রুশ বাহিনী বিমানটি ভূপাতিত করেনি, বরং পাইলট সময়মতো বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।
ইউক্রেনীয় বিমান বাহিনী জানায়, মিশনের সময় যান্ত্রিক সমস্যার কথা পাইলট ফ্লাইট পরিচালকের কাছে জানান। পরে পরিস্থিতি অনুযায়ী পাইলট যথাযথ পদক্ষেপ নিয়ে সফলভাবে ইজেক্ট করেন। এ ঘটনায় মাটিতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
এ বছরের শুরুতেই ফ্রান্স ইউক্রেনকে মিরাজ-২০০০ সিরিজের সুপারসনিক জেট সরবরাহ শুরু করে। রুশ আক্রমণ প্রতিরোধে ইউক্রেনীয় আকাশসীমা রক্ষায় এ জেটগুলো ব্যবহারের উদ্দেশ্যে ফ্রান্সে প্রশিক্ষণ নিয়েছেন ইউক্রেনের পাইলট ও যান্ত্রিক কর্মীরা। রুশ ইলেকট্রনিক জ্যামিং ঠেকাতে বিমানে প্রযুক্তিগত কিছু পরিবর্তনও আনা হয়েছে।