যুক্তরাষ্ট্রে তৈরি অস্ত্র কেনা

ইউরোপীয় মিত্রদের কাছ থেকে ৫ বিলিয়ন ডলার সহায়তা পাচ্ছে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
  ১৪ আগস্ট ২০২৫, ২৩:২৮
আপডেট  : ১৪ আগস্ট ২০২৫, ২৩:৩০

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার জানান, যুক্তরাষ্ট্রে তৈরি অস্ত্র কেনার জন্য ইউরোপীয় মিত্রদের কাছ থেকে ইতোমধ্যে ৫ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি পেয়েছে কিয়েভ। 
তিনি বলেন, এই অর্থায়ন ‘আমাদের প্রতিরক্ষা প্রকৃত অর্থেই শক্তিশালী করছে’।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এক্স-এ পোস্ট করা বার্তায় জেলেনস্কি লিখেছেন, ‘আজ পর্যন্ত আমরা ১.৫ বিলিয়ন ডলার পেয়েছি। ন্যাটোর ‘প্রায়োরিটাইজড ইউক্রেন রিকোয়ারমেন্টস লিস্ট’ উদ্যোগের মাধ্যমে ন্যাটো সদস্যরা একসঙ্গে যুক্তরাষ্ট্রে তৈরি অস্ত্র ইউক্রেনের জন্য কিনতে পারে—এটি এমন একটি ব্যবস্থা যা আমাদের প্রতিরক্ষা সত্যিই শক্তিশালী করছে।’
জেলেনস্কি জানান, নেদারল্যান্ডস ৫০ কোটি ডলার, ডেনমার্ক, নরওয়ে ও সুইডেন যৌথভাবে ৫০ কোটি ডলার এবং জার্মানি আরও ৫০ কোটি ডলারের সহায়তা প্রতিশ্রুত করেছে।
এদিকে বৃহস্পতিবার লন্ডনের ডাউনিং স্ট্রিটে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দেখা করেছেন জেলেনস্কি।
জেলেনস্কি পৌঁছানোর সময় সাংবাদিকরা প্রশ্ন করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি ন্যায্য যুদ্ধবিরতি নিশ্চিত করতে পারবেন? তবে জেলেনস্কি বা স্টারমার—কেউই প্রশ্নের জবাব দেননি।