ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলার শুনানি ১১ জানুয়ারি

আন্তর্জাতিক ডেস্ক
  ০৬ জানুয়ারি ২০২৪, ১২:৫৮

অবরুদ্ধ গাজায় নিরপরাধ বেসামরিক ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বর হামলা ৬ জানুয়ারি (শনিবার) ৯২তম দিনে গড়িয়েছে। তবে উপত্যকাটিতে ইসরায়েলি বাহিনীর নৃশংসতা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। গাজায় দেশটির কর্মকাণ্ডকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা করেছে দক্ষিণ আফ্রিকা। আদালতটি এক বিবৃতিতে জানিয়েছেন, ১১ ও ১২ জানুয়ারি এ নিয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
আইসিজে এক বিবৃতিতে বলেছে, নেদারল্যান্ডসের হেগ শহরে দুই দিন ধরে ওই শুনানি কার্যক্রম চলবে। ১১ তারিখ আদালতে নিজেদের পক্ষে যুক্তি উপস্থাপন করবে দক্ষিণ আফ্রিকা। পরদিন ১২ জানুয়ারি এর বিরুদ্ধে যুক্তি তুলে ধরবে ইসরায়েল।
গত ৫ জানুয়ারি ইসরায়েলের বিরুদ্ধে মামলাটি করেছিল দক্ষিণ আফ্রিকা। মামলায় বলা হয়েছে, ‘ইসরায়েল গাজার ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালিয়েছে, গণহত্যা চালাচ্ছে এবং ভবিষ্যতেও গণহত্যা চালানোর ঝুঁকি সৃষ্টি করছে।
একইসঙ্গে ইসরায়েল যেন উপত্যকাটিতে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করে, সে নির্দেশ দিতে আইসিজের প্রতি আহ্বান জানিয়েছে দক্ষিণ আফ্রিকা।