ফিলিপাইনের উপকূলে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) স্থানীয় সময় ভোরে দেশটির উপকূলের প্রশান্ত মহাসাগরে এ ভূমিকম্প আঘাত হানে।
এর কেন্দ্রবিন্দু ছিল সারঙ্গানি থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণের মিন্দানাও দ্বীপের অগ্রভাগে এবং গভীরতা ছিল ৭০ কিলোমিটার বলে জানিয়েছে ইউএস জিওলজিক্যাল সার্ভে। খবর আরব নিউজের।
ভূমিকম্পে বড় ক্ষয়ক্ষতি বা আঘাতের কোনো খবর এখনও পাওয়া যায়নি। এছাড়া এতে সুনামি সতর্কতা জারি করেনি মার্কিন সুনামি সতর্কীকরণ ব্যবস্থা।
উল্লেখ্য, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন সক্রিয় প্যাসিফিক ‘রিং অব ফায়ারে’ অবস্থিত। এ কারণে দেশটিতে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। রিং অব ফায়ার হচ্ছে তীব্র ভূমিকম্প এবং আগ্নেয়গিরির ক্রিয়াকলাপের একটি চাপ যা জাপান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অববাহিকা জুড়ে বিস্তৃত।
এর আগে, গত ২ ডিসেম্বর মিন্দানাওয়ে ৭.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে এবং সংক্ষিপ্তভাবে সুনামির সতর্কতা জারি করা হয়। এতে অন্তত তিনজনের মৃত্যু হয়েছিল।