ভুটানের পার্লামেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মতো জয় লাভ করেছে সাবেক প্রধানমন্ত্রী শেরিং তোবগের পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)। মঙ্গলবার দেশটিতে অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভুটানের স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
ভুটানের সম্প্রচারমাধ্যম মঙ্গলবার জানিয়েছে, পিডিপি ক্ষমতায় ফিরে আসতে ৪৭টি জাতীয় পরিষদের আসনের মধ্যে ৩০টি জিতেছে এবং ভুটান টেনড্রেল পার্টি (বিটিপি) ১৭টি আসন পেয়েছে। অর্থাৎ নির্বাচনে প্রায় দুই তৃতীয়াংশ আসন পেয়েছে পিডিপি।
ভুটানের নির্বাচন কমিশনের পক্ষ থেকে বুধবার আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করার কথা রয়েছে।
ভুটানের অর্থনৈতিক প্রবৃদ্ধির তুলনায় জাতীয় সুখকে সারাজীবন প্রাধান্য দেওয়া হয়েছে। তবে এখন তরুণদের বেকারত্ব এবং দেশ ছেড়ে চলে যাওয়ার বিষয়টি এখন মুখ্য হয়ে দাঁড়িয়েছে।
দেশটির সাবেক রাজা জিগমে সিংয়ে ওয়াংচুক তার পুত্র জিগমে খেসার নামগেল ওয়াংচুকের জন্য পদত্যাগ করার দুই বছর পর, ২০০৮ সালে প্রথম ভোট দিয়ে গণতন্ত্রের সূচনা করে ভুটান। বিশ্বের সবচেয়ে জনবহুল দুই দেশ চীন ও ভারতের মধ্যে সংখ্যাগরিষ্ঠ-বৌদ্ধ এই জাতিটির অবস্থান।