ব্রুনেই রাজকুমারের রূপকথার বিয়ে

আন্তর্জাতিক ডেস্ক
  ১৩ জানুয়ারি ২০২৪, ১১:৪৮

ব্রুনেইয়ের প্রিন্স আবদুল মতিনকে বলা হতো এশিয়ার সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যাচেলর। পোলো খেলোয়াড় হিসেবে বেশ সুখ্যাতি আছে তাঁর। তবে ব্যাচেলর জীবন জলাঞ্জলি দিয়ে গতকাল বৃহস্পতিবার রাজতন্ত্রের বাইরে সাধারণ পরিবারের এক মেয়েকে বিয়ে করেছেন তিনি। এর আগে টানা ১০ দিন ধরে এই বিয়ের প্রস্তুতি ও উদ্‌যাপনে অংশ নেয় দেশটির সর্বস্তরের মানুষ। জানা গেছে, রাজধানী বন্দর সেরি বেগাওয়ানে সোনার গম্বুজবিশিষ্ট একটি মসজিদে ৩২ বছর বয়সী প্রিন্স মতিন ও ২৯ বছর বয়সী ইয়াং মুলিয়া আনিশা রোশনাহর বিয়ে ইসলামি রীতিতে অনুষ্ঠিত হয়েছে। প্রিন্স মতিন বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ধরে রাজত্ব করা সুলতান হাসানাল বলকিয়ার দশম সন্তান। সুলতান হাসানাল বলকিয়ারকে এই গ্রহের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবেও মনে করেন অনেকে।
বাবার অন্যতম প্রধান এক উপদেষ্টার নাতনিকেই বিয়ে করেছেন প্রিন্স মতিন। সেই অর্থে রাজতন্ত্রের সঙ্গে রক্তের কোনো সম্পর্ক নেই প্রিন্স মতিনের সদ্য স্ত্রী ইয়াং মুলিয়া আনিশা রোশনাহর। তাঁর একটি ফ্যাশন ব্র্যান্ড রয়েছে; পাশাপাশি তিনি পর্যটন ব্যবসার সঙ্গেও জড়িত। বিয়ের দিনটিতে প্রিন্স মতিন হীরার আকৃতির মোটিফ এবং একটি ম্যাচিং হেডপিস দিয়ে সাজানো ঐতিহ্যবাহী সাদা পোশাক পরেছিলেন। মসজিদে ইমামের সামনে একটি উঁচু হলুদ কুশনের ওপর বসেছিলেন তিনি। একপর্যায়ে কিছুটা এগিয়ে বাবার কাছে গিয়ে তাঁর হাতে চুমু খান প্রিন্স।
রাজকীয় এই বিয়ে উপলক্ষে রোববার একটি বিস্তৃত শোভাযাত্রার পাশাপাশি ১ হাজার ৭৮৮ কক্ষবিশিষ্ট সুলতানের প্রাসাদে একটি ভোজসভার আয়োজন করা হবে। অতিথিদের তালিকায় বিভিন্ন দেশের রাজপরিবারের সদস্যরা ছাড়াও অসংখ্য গুরুত্বপূর্ণ নেতা ও তারকারাও উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। যেখানে প্রিন্সের বিয়ে অনুষ্ঠিত হয়েছে, সেই মসজিদের সামনে হাজির হয়েছিলেন ২২ বছর বয়সী ওমর আলী সাইফুদ্দিন নামে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এক যুবক। বিয়ের প্রসঙ্গে সাইফুদ্দিন বলেন, ‘এটি একটি রূপকথার গল্পের মতো।’
ব্রুনেইয়ের অসংখ্য সাধারণ মানুষ আগামী রোববার অনুষ্ঠেয় বর-কনের শোভাযাত্রা উপলক্ষে রাস্তার দুই পাশে অবস্থান নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। নাজাতুল ইজ্জাতি সাইফুলরিজাল নামে ১৯ বছর বয়সী এক মেয়ে বলেন, ‘এটা একটা সিনেমার মতো।’
দক্ষিণ-পূর্ব এশিয়ার বোর্নিও দ্বীপের উত্তর প্রান্তে অবস্থিত ব্রুনেই। ১৪ শতকে এখানকার শাসকেরা ইসলাম ধর্ম গ্রহণ করার আগে বৌদ্ধ ও হিন্দুধর্ম দ্বারা প্রভাবিত ছিলেন। উনিশ শতকে ব্রিটিশ সাম্রাজ্যের অধীন হয় ব্রুনেই। ১৯৮৪ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পাওয়া ছোট্ট এই দেশ এখন বিশ্বের অন্যতম ধনী। সাড়ে চার লাখ জনসংখ্যার এই দেশ মূলত তেলের কারণেই বিপুল সম্পদশালী হয়ে ওঠে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তথ্য অনুসারে দেশটির মাথাপিছু বার্ষিক জিডিপি প্রায় ৩৬ হাজার মার্কিন ডলার। তবে বিশ্লেষকেরা সতর্ক করে আসছেন, তেলের ভান্ডার শেষ হয়ে গেলে দেশটির অর্থনীতিকে বৈচিত্র্যময় করার জন্য গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।
ব্রুনেইয়ের সুলতানের বিপুল অর্থসম্পদের পাশাপাশি তাঁর বিলাসবহুল জীবনযাপন নিয়েও নানা কথা প্রচলিত আছে। বিশ্বের নামীদামি অসংখ্য গাড়ি নিজের সংগ্রহে রেখেছেন সুলতান হাসানাল বলকিয়ার। নদীর তীরে অবস্থিত তাঁর বাসভবনটি বিশ্বের বৃহত্তম প্রাসাদগুলোর একটি।
সদ্য বিবাহিত প্রিন্স মতিনের সিংহাসনে আরোহণের সম্ভাবনা খুবই কম। তবে তাঁর ম্যাটিনি আইডল চেহারা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিপুল ফলোয়ার তাঁকে রাজপরিবারের সর্বোচ্চ প্রোফাইলধারীদের একজনে পরিণত করেছে। মতিন ব্রিটেনের রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্টে একজন অফিসার ক্যাডেট হিসেবে স্নাতক হয়েছেন এবং ২০১৯ সালে অনুষ্ঠিত দক্ষিণ-পূর্ব এশিয়ান গেমসে পোলো খেলায় তাঁর দেশের প্রতিনিধিত্ব করেছেন। সাম্প্রতিক বছরগুলোতে তিনি আন্তর্জাতিক কূটনীতিতেও সক্রিয় ভূমিকা পালন করেছেন। গত বছরের মে মাসে রাজা চার্লস ও রানি ক্যামিলার রাজ্যাভিষেক এবং ২০২২ সালে রানি এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় ব্রিটিশ রাজপ্রাসাদে বাবার সঙ্গী হয়েছিলেন এই রাজকুমার।