ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে—যেভাবে হামাস ও ইসরাইলের মধ্যকার যুদ্ধবিরতি হয়েছে।
এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সামা টিভি।
একটি টেলিফোন আলাপের সময় জেলেনস্কি ট্রাম্পকে এই আহ্বান জানান। কথোপকথনে তিনি গাজায় যুদ্ধবিরতি সফলভাবে বাস্তবায়নের জন্য ট্রাম্পকে অভিনন্দন জানান।
ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, ট্রাম্পের সঙ্গে আলাপের সময় তিনি ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা জোরদার করার বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। সেই সঙ্গে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও আলোচনার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল।
জেলেনস্কি ট্রাম্পকে জানান, রুশ বাহিনী ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা অব্যাহত রেখেছে। তিনি যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জেলেনস্কির ভাষায়, দুই নেতা ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করার লক্ষ্যে কিছু নির্দিষ্ট চুক্তিতে পৌঁছেছেন।
ট্রাম্পের মধ্যপ্রাচ্যে পূর্ববর্তী কূটনৈতিক সাফল্যের প্রসঙ্গ টেনে জেলেনস্কি বলেন, ‘যেভাবে আপনি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি আনতে পেরেছেন, সেই অভিজ্ঞতা ব্যবহার করে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায়ও ভূমিকা রাখুন।’
তিনি আরও বলেন, ‘রাশিয়াকে আলোচনার জন্য প্রস্তুত থাকতে হবে, আর তা সম্ভব হবে কেবল শক্তিশালী প্রতিরোধ গড়ে তুললেই।’
ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে টেলিভিশনে সম্প্রচারিত এক বৈঠকে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর থেকে দুই নেতার সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হয়। পরে সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময় নিউইয়র্কে তাঁদের মধ্যে সরাসরি সাক্ষাৎ হয়।