ফল ঘোষণা মাঝপথে থাকতেই নিজেকে বিজয়ী ঘোষণা নওয়াজের

আন্তর্জাতিক ডেস্ক
  ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৫৯

পাকিস্তানের জাতীয় নির্বাচনের ফল যখন ঘোষণা করা হচ্ছে তখন নিজেকে বিজয়ী হিসাবে ঘোষণা করেছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।
শুক্রবার জাতীয় নির্বাচনে বিজয় দাবি করে তিনি বলেছেন, তার রাজনৈতিক দল ভোটে বৃহত্তম হিসাবে আবির্ভূত হয়েছে এবং একটি জোট সরকার গঠনের বিষয়ে তিনি আলোচনা করবেন।
পাকিস্তানের নির্বাচন কমিশন প্রকাশিত সর্বশেষ গণনা দেখা গেছে, নওয়াজের দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) মাত্র ৬১টি আসন জিতেছে। অথচ সরকার গঠনের দাবির জন্য প্রয়োজন ১৩৩ আসন।
নওয়াজ অবশ্য জানাননি তার দল কতটি আসন জিতেছে।
তিনি জানিয়েছেন, তার দলের এককভাবে প্রয়োজনীয় আসন নেই। তবে তার দলের নেতারা জোট সরকার গঠনের বিষয়ে আলোচনা করতে পাকিস্তান পিপলস পার্টির নেতা আসিফ আলী জারদারিসহ অন্যান্য দলের নেতাদের সাথে দেখা করবেন।