মসজিদুল হারামে তিলাওয়াত ও আজান শোনা যাবে রোবটে

আন্তর্জাাতিক ডেস্ক
  ১১ সেপ্টেম্বর ২০২২, ১৪:৩১
রোবটে তিলাওয়াত শোনার কার্যক্রম উদ্বোধন করেন শায়খ আবদুর রহমান আল সুদাইস

মক্কার গ্র্যান্ড মসজিদের মুসল্লিদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে কাজ করছে জেনারেল প্রেসিডেন্সি বিভাগ। এরই অংশ হিসেবে মসজিদে শুরু হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির রোবটের ব্যবহার। ইতোমধ্যে রোবটের সাহায্যে জমজমের পানি বিতরণ ও প্রয়োজনীয় প্রশ্নোত্তর সেবা দেওয়া হচ্ছে। এখন পবিত্র কোরআন তিলাওয়াত, খুতবা ও আজান শুনতে রোবট চালু করা হয়েছে।
গত শুক্রবার ডিজিটাল ট্রান্সফরর্মেশনের অংশ হিসেবে রোবটে তিলাওয়াত শোনার কার্যক্রমটি উদ্বোধন করেন শায়খ আবদুর রহমান আল সুদাইস।
রোবটের মাধ্যমে মসজিদুল হারামে ইমাম ও মুয়াজ্জিনদের তিলাওয়াত ও আজান শুনতে পাবেন মুসল্লিরা। রোবটটি দুইভাবে সেবা দেবে। ১. ব্যবহারকারী চাইলে স্ক্রিনে যেকোনো বিষয়ের বারকোড বের করে ব্যক্তিগত মোবাইলে তা ধারণ করতে পারবে। ২. ভয়েসের মাধ্যমে ইমাম-মুয়াজ্জিনদের সম্পর্কে সরাসরি গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। এ ছাড়া ইমামদের সাপ্তাহিক রুটিন ও জুমাবিষয়ক বিভিন্ন তথ্যও পাওয়া যাবে।
এর আগে কভিড-১৯ মহামারি সংক্রমণ রোধে অত্যাধুনিক রোবটের মাধ্যমে জমজম পানি বিতরণ শুরু করা হয়। তাছাড়া পবিত্র মসজিদুল হারামকে জীবাণুমুক্ত রাখতে ১০টি অত্যাধুনিক রোবট চালু করা হয়, যা একাধারে পাঁচ-আট ঘণ্টা জীবাণুমুক্ত রাখার কাজ করবে। সেইসঙ্গে অত্যাধুনিক রোবটের মাধ্যমে মুসল্লিদের ওমরাহ ও ইসলামবিষয়ক জিজ্ঞাসার জবাবসহ ইসলামী পণ্ডিতদের সঙ্গে কথা বলার স্বয়ংক্রিয় ব্যবস্থা করা হয়।
সূত্র : গাল্ফ নিউজ, দ্য ইসলামিক ইনফরমেশন