বন্যা ও জলোচ্ছ্বাস নিয়ে কিছু বই

সাহিত্য ডেস্ক
  ২২ জুলাই ২০২৫, ২৩:৩৪

নদী মাতৃক বাংলাদেশে বর্ষাকাল এলেই বন্যা ও জলোচ্ছ্বাসের দেখা মেলে। ব্যাপক ক্ষয়-ক্ষতি হয় তাতে। বাংলা ভাষার কবি-লেখকরা যেসব স্মৃতিবদ্ধ করতে লিখেছেন বই। কেউ উপন্যাস, কেউ স্মৃতিগদ্যে ধরে রাখতে চেয়েছেন বন্যা ও জলোচ্ছ্বাসের রূপরেখা। তেমনই কিছু বই নিয়ে আজকের আয়োজন।
‘বন্যা’ ক্ষণজন্মা প্রতিভাবান লেখক সোমেন চন্দের সতেরো বছর বয়সে লেখা প্রথম ও একমাত্র উপন্যাস। উপন্যাসটি সোমেন চন্দ লিখেছিলেন বাংলা ১৩৪৬-৪৭ সনের মাঝামাঝি। ‘বালিগঞ্জ’ নামের একটি পত্রিকায় ধারবাহিকভাবে উপন্যাসটি প্রকাশিত হয়েছিল। ১৯৭৫ সালে উপন্যাসটি বই আকারে প্রকাশিত হয়। তৎকালীন সমাজব্যবস্থায় সৃষ্ট হতাশার পরিবেশের সম্ভাব্য বিকল্পের ইশারা মেলে এ উপন্যাসে। শ্রেণি সংগ্রামই যে একমাত্র পথ; সে কথা সোমেন চন্দ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন বন্যায়।

সেলিনা হোসেনের ‘জলোচ্ছ্বাস’ মানুষের সাহসী জীবনের গল্প। দক্ষিণ বাংলার রাঙাবালি চরের মতো অসংখ্য জনপদে বয়ে যায় নিস্তরঙ্গ সময়। এখানে নদীর সঙ্গে মানুষের গেরস্থালি। এখানে সময় তখনই ভিন্ন অর্থে অভিঘাত তোলে; যখন প্রকৃতি বিরূপ হয় মানুষের ওপর। ছোবল দেয় মানুষের হাঁড়িকুড়িতে। ভেঙে দেয় ঘরের চাল। উড়িয়ে নিয়ে যায় গোয়াল ও গরু। এভাবেই চলছে। গ্রামবাংলার শান্ত-নিস্তরঙ্গ জীবনে প্রকৃতির আকস্মিক আঘাতে পর্যুদস্ত জীবনের শব্দরূপ ‘জলোচ্ছ্বাস’। বইটি ২০২২ সালে প্রথম প্রকাশ করে আল-গাজী পাবলিকেশন্স। মূল্য রাখা হয় ২৫০ টাকা।

২০২২ সালে ভয়াবহ বন্যায় যখন সিলেটের জনজীবন বিপর্যস্ত। তরুণ গায়ক তাসরিফ খান সেই সময়ের স্মৃতি নিয়ে লিখেছেন ‘বাইশের বন্যা’ নামে একটি বই। বইটি প্রকাশ করেছে কিংবদন্তী পাবলিকেশন। বাইশের বন্যা ২০২৩ সালের বইমেলায় প্রকাশিত হয়। মূল্য রাখা হয় ৪০০ টাকা। বইটির প্রচ্ছদ করেছেন সাহাদাত হোসেন। বইটি রকমারি বেস্টসেলার অ্যাওয়ার্ড লাভ করে।

ফেনীর ভয়াবহ বন্যা নিয়ে ২০২৫ সালের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয় ‘চব্বিশের বন্যা’। বন্যা চলাকালীন উদ্ধার ও সাহায্য বিতরণে সরাসরি সম্পৃক্ত ছিলেন লেখক নজরুল বিন মাহমুদুল। সে অভিজ্ঞতা এই বইয়ে তুলে ধরেছেন তিনি। এ ছাড়া বন্যায় নানা কার্যক্রমে অংশ নেওয়া ২৪ জনের লেখা সংযুক্ত হয়েছে। বইটির প্রচ্ছদ করেছেন চারু পিন্টু। ১৬০ পৃষ্ঠার বইটি প্রকাশ করেছে বইনামা প্রকাশন।

প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে জানাতে বিবিধ বিষয়ক বই লিখেছেন মো. মাহবুবুল ইসলাম। তার বইয়ের নাম ‘জল ও জলোচ্ছ্বাস’। বইটি ১ম প্রকাশিত হয় ২০১৯ সালে। বইটি প্রকাশ করেছে চয়ন প্রকাশন। মূল্য রাখা হয়েছে ১৫০ টাকা।