কার্লো আনচেলত্তির অধীনে একাধিক ম্যাচ খেলেছে ব্রাজিল। তবে আনচেলত্তির সেই দলে ছিলেন না নেইমার। পুরো ফিট না থাকার কারণেই সেলেসাওদের দলে জায়গা হয়নি সাবেক এই বার্সা তারকার। তবে ২০২৬ বিশ্বকাপের জন্য ভালোভাবেই আনচেলত্তির বিবেচনায় আছেন নেইমার।
বিশ্বকাপ সামনে রেখে নেইমারকে ভালোভাবে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন আনচেলত্তি। সম্প্রীতি দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন এই ইতালিয়ান কোচ।
আনচেলত্তি বলেন, 'নেইমার আমাদের জন্য বিশ্বকাপ পরিকল্পনায় খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। তার হাতে এখনো সময় আছে, সে যেন নিজেকে ভালোভাবে প্রস্তুত করে।'
ক্যারিয়ারের শুরু থেকে ইনজুরির সঙ্গে লড়াই করছেন নেইমার। বর্তমানে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে খেলছেন তিনি। ইনজুরির কারণে গত পাঁচ মাসে মাত্র ১২ ম্যাচে মাঠে নেমেছেন নেইমার। গোল করেছেন তিনটি।