‘বাংলাদেশের ব্যাটারদের ছক্কা মারার ক্ষমতা বেড়েছে’

স্পোর্টস ডেস্ক
  ২৩ জুলাই ২০২৫, ২২:০৫

‘বাংলাদেশের ব্যাটাররা শারীরিক দিক থেকে ততটা শক্ত-সমর্থ না। তাদের গায়ে জোর কম। হাত ও বাহুতেও শক্তি কম। তাই তারা বিগ হিট নিতে পারে না। এক সময় এমন অভিযোগ শোনা যেত অনেক; কিন্তু এখন অতিবড় বাংলাদেশ বিরোধীও সম্ভবত এমন ঢালাও অভিযোগ করতে পারবে না।
সময় গড়ানোর সাথে সাথে বাংলাদেশের ব্যাটারদের সে ক্ষমতা বেড়েছে।কারণ বাংলাদেশের তানজিদ তামিম, পারভেজ ইমন, জাকের আলী অনিক আর শেখ মেহেদীরাও আজকাল ‘ইয়া বড় বড়’ ছক্কা হাঁকাচ্ছেন। ৮০-৮৫ মিটারে গিয়ে ঠেকছে তাদের ছক্কা। বাংলাদেশ দলের খেলা যারা মন দিয়ে দেখেন, তারা নিশ্চয়ই এটা খেয়াল করেছেন।
পাশাপাশি আরও একটি বিষয়ে উন্নতি হয়েছে। তাহলো বাংলাদেশের ব্যাটারদের কেউ কেউ ছক্কা হাঁকানোর জন্য কোন ডেলিভারিগুলো আদর্শ, বা কোন বলে বিগ হিট নেয়া যায়, তা ভাল জেনে ও বুঝে গেছেন। কোন লেন্থ ও লাইনের ডেলিভারিকে কোথা দিয়ে তুলে মারলে শটটি পারফেক্ট হবে, বিগ হিট পূর্ণতা পাবে, সে ধারনাটাও আগের চেয়ে অনেক ভাল ও পরিষ্কার হয়েছে।
বাংলাদেশ দলের ক্রিকেটারদের খুব কাছ থেকে দেখা নাজমুল আবেদিন ফাহিম এই বিগ হিট নেয়ার ক্ষমতা বাড়াকে খুব বড় উন্নতি বলে অভিহিত করেছেন। আজ বিকেলে জাগো নিউজের সাথে আলাপে দেশের ক্রিকেটের এ নামী ও প্রসিদ্ধ প্রশিক্ষক এবং বিশ্লেষক জানান, একটি সাইন অফ ইমপ্রুভমেন্ট কিন্তু আছে। একটা দীর্ঘ সময় আমরা বিগ হিটিংয়ে পিছিয়ে ছিলাম বা থেকেছি। আমরা সেভাবে বিগ হিট নিতে পারতাম না; কিন্তু এ সিরিজে মনে হচ্ছে আমাদের ব্যাটাররা ‘বিগ হিট’ নিতে পারে। বিগ হিট নেয়ার ক্ষমতা, সামর্থ্য বেড়েছে। বিগ হিটের জন্য পারফেক্ট ডেলিভারিও চ্যুজ করতে পারছি আমরা।’
ওপেনাররা শুরুতেই বিগ হিট করতে পারছে। শেষেও প্রয়োজনের সময় বিগ হিট দেখতে পাচ্ছি। বলার অপেক্ষা রাখে না, দুই বাঁ-হাতি ওপেনার তানজিদ তামিম ও পারভেজ ইমন উইকেটে সেট হতে পারলেই লং অন, ডিপ মিড উইকেট দিয়ে বড় শটস খেলতে পারছেন। ছক্কা হাঁকাচ্ছেন। একইভাবে মঙ্গলবার জাকের আলী অনিক আর শেখ মেহেদীও পাকিস্তানি বোলারদের বিপক্ষে ছক্কার নহর বইয়ে দিয়েছেন।
জাকের আলী বলের মেধা গুনাগুন বিচার করে ঠান্ডা মাথায় ব্যাকরণ মেনে খেলতে খেলতে কিছুক্ষণ পরপর নিজের শক্তির জায়গায় থাকা আলগা বল পেলেই তুলে মেরে ছক্কা হাঁকিয়েছেন। শেখ মেহেদীও উইকেট ছেড়ে বেরিয়ে এসে এক্সট্রা কাভারের ওপর দিয়ে বিশাল ছক্কা হাঁকিয়ে মাঠ গরম করে ফেলেছেন।
বলে রাখা ভাল, শ্রীলঙ্কার বিপক্ষে লিটন দাস সিরিজে ঘুরে দাঁড়ানোর ম্যাচে ৭৬ করেছিলেন ৫টি বিশাল ছক্কা হাঁটিয়ে। শেষ ম্যাচে ওপেনার তানজিদ তামিম ৬ ছক্কায় ৭৩ রানের আরেক ঝোড়ো ইনিংস উপহার দিয়েছিলেন।
আর এখন দেশে ঘরের মাঠ শেরে বাংলার স্লো ও লো পিচে পাকিস্তানের বিপক্ষে প্রথমদিন পারভেজ ইমন ৫ ছক্কায় ৫৬ আর গতকাল দ্বিতীয় ম্যাচে জাকের আলী অনিক ৫ ছক্কায় ৫৫ রান করেছেন।
সাথে নিজ দলের বোলারদের প্রশংসা করতে ভুল হয়নি ফাহিমের। তার মূল্যায়ন, ‘আমাদের বোলাররাও খুব ভাল বোলিং করছে। দু’দলের বিবেচনায় আমাদের বোলাররা বেটার বোলিং করেছে। ক্রিটিক্যাল মোমেন্টে বোলারদের নিজেদের নার্ভ ধরে রাখতে পেরেছে। সেটাই বড় কথা।’